Top News

দুর্গাপুর কারখানায় ট্রান্সফরমার ফেটে ঝলসে মৃত্যু শ্রমিকের, আহত ২ শ্রমিক।

সোমবার সকালে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরে বেসরকারি কার্বন কারখানার ‘পাওয়ার প্ল্যান্ট’- এ কাজ করতে গিয়ে হঠাৎ ট্রান্সফরমার ফেটে ঝলসে মৃত্যু হয় এক শ্রমিকের। আহত হয় ২ জন শ্রমিক। পুলিশ সূত্রে খবর, মৃত শ্রমিকের নাম সাধন বাউরি, বয়স ৪৯ । তিনি দুর্গাপুরের কোকওভেন থানার অন্তর্গত কালীপুরের বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, আহত ২ শ্রমিককে তৎক্ষণাৎ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। পরে তাদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।

সোমবার সকালে সাধন কারখানায় যায় কাজ করতে। এরপর হঠাৎ দুপুরবেলা ট্রান্সফরমার ফেটে আগুন বেরোতে থাকে। কারখানার শ্রমিক সূত্রে খবর সেই আগুনে ঝলসে যায় সাধন সহ আরও ২ শ্রমিক। এরপর ঘটনাস্থলে পুলিশ আসে কিন্তু তার আগে সাধন মারা যান। বাকি ২ শ্রমিক কে পুলিশ হাসপাতালে পাঠালে প্রাথমিক চিকিৎসার পর তাদের ছেড়ে দেওয়া হয়।

ওই দুর্ঘটনার পর উত্তেজনা সৃষ্টি হয় কারখানায়। পুলিশ সেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।মৃত শ্রমিক সাধন বাউরি-র দাদা রাজু বাউরি বলেন, ‘‘দুপুরে কারখানা থেকে খবর আসে ভাই মারা গিয়েছে। কী ভাবে মারা গেল, কী হল জানতে কারখানায় ছুটে যাই। জানতে পারলাম, ট্রান্সফর্মার ফেটে গিয়ে দুর্ঘটনা হয়েছে।’’ এছাড়াও গোটা ঘটনাকে ‘দুঃখজনক’ বলে মন্তব্য করেন তৃণমূলের শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি কল্লোল বন্দ্যোপাধ্যায়। শ্রমিক সংগঠনের আর এক নেতা দেবব্রত সাঁই বলেন, ‘‘ট্রান্সফর্মার ‘ব্লাস্ট’ (বিস্ফোরণ) করে সাধন বাউড়ি নামে এক অস্থায়ী শ্রমিকের মৃত্যু হয়েছে। আরও দু’জন শ্রমিক জখম হন। তাঁদের অবশ্য প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়।’’ এবং তিনি আরও বলেন, ‘‘মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণ দেওয়ার সঙ্গে সঙ্গে ওই পরিবারের এক জনকে স্থায়ী চাকরির ব্যবস্থা দেওয়ার দাবি জানিয়েছি আমরা। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, সেই দাবিও জানানো হবে।’’

Post a Comment

নবীনতর পূর্বতন