Top News

ভূতুড়ে ভোটার! মৃতদের নাম এখনো ভোটার তালিকায় বাঁকুড়ায়

 

মৃত্যুর পাঁচ কিংবা দশ বছর কেটে গেলেও, বাঁকুড়ার ভোটার তালিকায় এখনো রয়েছে বেশ কয়েকজন মৃত ব্যক্তির নাম। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। কিছুদিন আগেই নেতাজি ইনডোর স্টেডিয়ামে ভুয়ো ভোটারের প্রসঙ্গ তুলে সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর তাঁর নির্দেশে বিভিন্ন ব্লকে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজ শুরু করেছে তৃণমূল কংগ্রেস।

বাঁকুড়ার ২ নম্বর ব্লকের মানকানালি গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সমীক্ষা চালিয়ে দেখা গেছে, অন্তত ২৫-৩০ জন মৃত ব্যক্তির নাম এখনও ভোটার তালিকায় রয়েছে। গ্রামবাসীদের দাবি, এদের কেউ পাঁচ বছর আগে, কেউ বা দশ বছর আগেই প্রয়াত হয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, পরিবারের পক্ষ থেকে ভোটারের মৃত্যুর খবর জানালে সঙ্গে সঙ্গে রেশন ও অন্যান্য সুযোগ-সুবিধা বন্ধ করে দেওয়া হয়, কিন্তু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয় না। এ নিয়ে রাজনৈতিক দলগুলির মধ্যে দোষারোপের খেলাও শুরু হয়েছে। তৃণমূলের দাবি, সরকারি দফতরগুলোতে এখনো বামপন্থী কর্মীদের প্রভাব রয়েছে এবং তারা বিজেপির সঙ্গে মিলে মৃতদের নাম ভোটার তালিকায় রেখে দিয়েছে। অন্যদিকে, বামেরা পাল্টা অভিযোগ করেছে যে, ভোট কারচুপিতে তৃণমূল সিদ্ধহস্ত এবং তারা নিজেদের ভাবমূর্তি রক্ষা করতেই এই প্রচেষ্টা চালাচ্ছে। বিজেপির দাবি, নির্বাচন কমিশন রাজ্য সরকারি কর্মীদের মাধ্যমেই ভোটার তালিকা সংশোধন করে থাকে। সেক্ষেত্রে মৃত ভোটারদের নাম না কাটার সম্পূর্ণ দায় রাজ্যেরই।

Post a Comment

নবীনতর পূর্বতন