দিন খারাপ থাকলে যে ম্যাচে ২-০ গোলে এগিয়ে থেকেও ড্র হয়ে যায় তার জ্বলজ্যান্ত প্রমাণ আজ মোহনবাগান বনাম মুম্বাই ম্যাচ। ম্যাচের ৩২ মিনিটের মাথায় জেমির গোলে এগিয়ে গেছিলেন দুবারের লীগ শিল্ড জেতা মোহনবাগান এবং মুম্বাই ম্যাচ ধরার আগেই ফের ৪১ মিনিটে আগের ম্যাচের নায়ক দিমি পেট্রাটোস গোল করে ব্যবধান বাড়িয়ে দিলেন। শিল্ড জিতে যাওয়ার ফলে প্রথম এগারোয় ৪টে পরিবর্তন করেন কোচ মোলিনা। তরুণ ফুটবলার সৌরভ ভানওয়ালা কে আজ তিনি প্রথমবারের জন্য নামালেন এবং সে নিরাস করেননি। দ্বিতীয়ার্ধে বিক্রম প্রতাপ লাল কার্ড দেখে বেরোতেই চেপে বসে মোহনবাগান কিন্তু মুম্বাই ও ছেড়ে দেয়ার দল নয় তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছে এবং ২-০ থেকে ২-২ করেছেন যার কৃতিত্ব দিতে হবে জন টোরাল আর নেথান রডরিকেজ কে। এই ম্যাচের ফলে মোহনবাগানের এর কোনো ক্ষতি হলোনা উল্টে মুম্বাই টপ ৬ এর আশা জিয়েই রাখলো।।
২-০ এগিয়ে থেকেও জয় হাতছাড়া মোহনবাগানের
Shovan Sundar Das
0
একটি মন্তব্য পোস্ট করুন