Top News

মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, ভিডিওতে চাঞ্চল্য মধ্যমগ্রামে

 


মাধ্যমিক পরীক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ। নারকীয় ঘটনা মধ্যমগ্রামে। এমনকী ঘটনার ভিডিয়ো তুলে নির্যাতিতাকে লাগাতার ভয়ও দেখানো হয় বলে অভিযোগ। ঘটনায় নাম জড়িয়েছে এলাকার দুই যুবকের। অভিযোগ দায়ের হতেই অ্যাকশনে নামে পুলিশ। দুই অভিযুক্তের মধ্যে ইতিমধ্যেই একজনকে আটক করেছে পুলিশ।অন্যজন পলাতক। তাঁর খোঁজে তল্লাশি শুরু হয়েছে। 


ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। অভিযুক্তদের কঠোর শাস্তির দাবিও উঠেছে। সূত্রের খবর, কিশোরীকে নিয়ে একটি ভাড়া বাড়িতে গিয়েছিল দুই যুবক। সেখানেই দু'জনে যৌন নির্যাতন চালায় বলে অভিযোগ। এমনকী ধর্ষণের সময় ভিডিয়ো তুলে রাখা হয় বলেও জানা যাচ্ছে। পরবর্তীতে ওই ভিডিয়োকে হাতিয়ার করেই নাবালিকাকে ভয় দেখানো হচ্ছিল। ঘটনার কথা চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়।

এলাকার বাসিন্দারই এক যুবককে ধরে ফেলেন। সাময়িক উত্তেজনাও তৈরি হয়। খবর যায় মধ্য়মগ্রাম থানায়। পুলিশ এলে স্থানীয় বাসিন্দারাই এক অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেন। যদিও ততক্ষণে চম্পট দিয়েছে অন্যজন। তাঁর খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। এলাকার এক বাসিন্দা বলছেন, "ঘটনাটা কাল বিকালে হয়েছে। ঘটনার ভিডিয়ো করেছিল ছেলেগুলো। বেশ কয়েকজনকে দেখিয়েছে বলেও জানা যাচ্ছে। এলাকার লোকজনই একটা ছেলেকে ধরে। পরে পুলিশ এসে ওকে নিয়ে যায়। ছেলেটার বয়স ১৬-১৭ হবে। মেয়েটার ওই ১৫ বছরের মতো। আমরা চাই দোষীদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক।"

Post a Comment

নবীনতর পূর্বতন