Top News

সিবিআই অফিসারদের বিরুদ্ধেই তদন্ত দাবি অভয়ার বাবা-মায়ের

 


RG Kar case: আরজি কর কাণ্ডে সিবিআই তদন্তে (CBI Investigation) অনাস্থা জানিয়ে কেন্দ্রীয় এজেন্সির কর্তার সঙ্গে দেখা করতে বৃহস্পতিবারই দিল্লিতে উড়ে গিয়েছেন নিহত তরুণী চিকিৎসকের মা বাবা (Parents of Abhaya)। সিবিআই ঠিকমতো তদন্ত করেনি বলে দাবি তাঁদের। এবার সেইমতো তদন্তকারী অফিসার সীমা পাহুজার বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের অভয়ার পরিবারের।


দিল্লিতে (Delhi) গিয়ে সিবিআই অধিকর্তার কাছে লিখিত অভিযোগ দায়ের করেন নিহত চিকিৎসকের মা ও বাবা। সীমা পাহুজা (Seema Pahuja) ও তাঁর টিমের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের আর্জিও জানান নিহত চিকিৎসকের পরিবার। ফের পুঙ্খানুপুঙ্খ তদন্তের দাবি তুলেছেন নিহত চিকিৎসকের পরিবার। চিঠিতে তারা সেই আর্জি জানিয়েছেন বলে সূত্র মারফত খবর।



সিবিআই কর্তার কাছে দেওয়া চিঠিতে শিয়ালদহ আদালতের রায়ের কথাও উল্লেখ করেছেন অভয়ার বাবা-মা। শিয়ালদহ আদালতও মনে করেছে তদন্তে খামতি আছে, চিঠিতে লিখলেন তারা। সিবিআই তদন্তের গতিপ্রকৃতি নিয়ে প্রথম থেকেই প্রশ্ন তুলছিলেন অভয়ার বাবা মা। মেয়েকে খুনের নেপথ্যে গভীর ষড়যন্ত্র থাকতে পারে বলে আশঙ্কা তাঁদের।


আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় একমাত্র দোষীসাব্যস্ত সঞ্জয় রায়কে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানার নির্দেশ দেন শিয়ালদহ আদালতের বিচারক অনির্বাণ দাস। আদালতের এই নির্দেশে খুশি নয় নির্যাতিতার পরিবার। আর এবার সিবিআই তদন্তে গাফিলতির অভিযোগ পরিবারের।


নিহত চিকিৎসকের পরিবার অবশ্য জানান, ন্যায় বিচার নিয়ে আশ্বাস দিয়ে ধৈর্য ধরতে বলেছেন সিবিআই কর্তারা। পরবর্তী যোগাযোগ করার কথাও বলেছেন তারা। পরিবারের আরও অভিযোগ, কোনও তদন্তই তেমনভাবে এগোয়নি। সেই রাতে মেয়ের সঙ্গে যারা কাজ করছিলেন তাঁদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়নি। একজনকে ধরেই তদন্ত আটকে রয়েছে। এমনই ক্ষোভ প্রকাশ অভয়ার পরিবারের।

Post a Comment

নবীনতর পূর্বতন