আরজি কর কাণ্ডে এবার বড় পদক্ষেপ নির্যাতিতার পরিবারের। সিবিআই ডিরেক্টরের সঙ্গে দেখা করতে আজ বৃহস্পতিবারই দিল্লি যাচ্ছেন কলকাতার সরকারি হাসপাতালে নিহত তরুণী চিকিৎসকের মা-বাবা।
আরজি কর কাণ্ড নিয়ে সিবিআই তদন্তে খুশি নয় পরিবার। তাই এবার সরাসরি সিবিআই ডিরেক্টর সঙ্গে কথা বলতে দিল্লিতে যাচ্ছে নির্যাতিতার পরিবার।
যদিও ডিরেক্টরকে দেখা করার তারিখ চেয়ে পরিবার ই-মেইল করলেও সেই মেইলের উত্তর এখনও আসেনি। সকাল দশটার বিমানে কলকাতা থেকে দিল্লি যাচ্ছেন নিহত চিকিৎসকের বাবা মা।
সিবিআই তদন্ত নিয়ে একাধিকবার অসন্তোষ প্রকাশ করেছেন আরজি কর মেডিকেল কলেজের নির্যাতিতার বাবা মা। এখনও তারা এই তত্ত্বেও অনড় যে কোনো একজনের পক্ষে এই নারকীয় ঘটনা ঘটানো সম্ভব নয় । বাকিদের কাছে এখনো পর্যন্ত কেনো পৌঁছতে পারছে না সিবিআই সেই প্রশ্ন নিয়ে আজ সরাসরি সিবিআই আধিকারিকদের সঙ্গে কথা বলতে চান নির্যাতিতার পরিবার। সেই উদ্দেশ্যেই আজ ডক্টরস ফ্রন্ট এর চার সিনিয়র চিকিৎসক, শিয়ালদহ আদালতের এই মামলার আইনজীবীদের সঙ্গে নিয়ে দিল্লি উড়ে গেলেন নির্যাতিতার পরিবার।
তবে তাঁরা জানিয়েছেন সিবিআই এর কোনও আধিকারিকের সঙ্গে তাদের কোনও আগাম যোগাযোগ হয়নি। সেক্ষেত্রে দিল্লি পৌঁছে তাঁরা হয় যোগাযোগের চেষ্টা করবেন অথবা সরাসরি পৌঁছে যাবেন সিবিআই সদর কার্যালয়ে। মেয়ের ডেথ সার্টিফিকেট এখনও পর্যন্ত হাতে পাওয়া যায়নি অভিযোগ পরিবারের। যে আইনজীবী সুপ্রিম কোর্টে তাঁদের হয়ে মামলা লড়ছেন আজ প্রথম তাঁর সঙ্গেও দেখা করবেন নির্যাতিতার বাবা মা। আজই রাতের বিমানে তাঁদের কলকাতা ফিরে আসার কথা।
নির্যাতিতার বাবার অভিযোগ, "গত ৭ মাসে তদন্ত যে ভাবে এগিয়েছে, তাতে আমরা একেবারেই খুশি হতে পারিনি। তদন্তে কোনওরকম অগ্রগতিও চোখে পড়েনি। এমনকি আমাদের সিএফএসএল এবং ডিএনএ পরীক্ষার রিপোর্টও দেওয়া হয়নি। আর সে কারণেই মেয়ের মর্মান্তিক মৃত্যুর বিচার চাইতে আমরা দিল্লি যাচ্ছি।"
প্রসঙ্গত, আরজি কর মামলায় ধৃত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে চিহ্নিত করেছে সিবিআই। সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে আজীবন কারাবাসের সাজা শুনিয়েছে শিয়ালদহ আদালত।
একটি মন্তব্য পোস্ট করুন