ইন্ডিয়াস গট লেটেন্ট-এর (India’s Got Latent Controversy) সেট থেকে সোজা রণবীর এলাহাবাদিয়ার (Ranveer Allahabadia) বাড়িতে পৌঁছে গেল পুলিশ (Mumbai Police)। ফলে এবার ফের বিপাকে জনপ্রিয় ইউটিউবার। মঙ্গলবার বেলা গড়াতেই মুম্বই পুলিশের একটি দল ইউটিউবার রণবীর এলাহাবাদিয়ার বাড়িতে পৌঁছে যায়। মুম্বই পুলিশের ৫ জনের একটি দল রণবীর এলাহাবাদিয়ার ভরসোভার বাড়িতে মঙ্গলবার পৌঁছে যায়। ইন্ডিয়াস গট লেটেন্ট নামের ইউটিউব শোয়ে রণবীর 'বাবা-মায়ের সঙ্গে সঙ্গম' নিয়ে যে মন্তব্য করেন, তাতে দেশ জুড়ে বিতর্কের ঝড় ওঠে। রণবীরের বিরুদ্ধে মুম্বই এবং গুয়াহাটিতে দায়ের করা হয় অভিযোগও। যার পর ক্ষমা চেয়ে নেন এলাহাবাদিয়া। তাও বিপাক কমছে না। এবার মুম্বই পুলিশের একটি দল সোজা পৌঁছে যায় এলাহাবাদিয়ার বাড়িতে। তথ্য সংগ্রহ করতেই রণবীরের বাড়িতে মুম্বই পুলিশের ওই দলটি পৌঁছয় বলে খবর। রণবীরের পাশাপাশি সময় রায়না, অপূর্বা মাখিজার বিরুদ্ধেও অভিযোগ দায়ের করা হয়েছে।
Mumbai: A team of 5 police officers arrived outside the residence of YouTuber Ranveer Allahbadia in Versova, Mumbai pic.twitter.com/FBaA24obEZ
— IANS (@ians_india) February 11, 2025
একটি মন্তব্য পোস্ট করুন