পূর্বাভাস মতোই গতকাল থেকে বদলে গিয়েছে আবহাওয়া। গতকাল একাধিক জেলায় ঝড়-বৃষ্টির দাপট দেখা গিয়েছে। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেও জেলায়-জেলায় মেঘলা আকাশ। আজও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় হতে পারে শিলাবৃষ্টিও। আগামী রবিবার পর্যন্ত গোটা রাজ্যেই ঝড়-বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবরআলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়-বৃষ্টির দাপট দেখা যাবে। আজ বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দুই বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, উত্তর ২৪ পরগনার মতো জেলাগুলিতে। আগামীকাল অর্থাৎ শুক্রবার দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, মুর্শিদাবাদের মতো জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পরের দিনও দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় বৃষ্টি চলবে। আগামী রবিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
কলকাতার ওয়েদার আপডেট
শহর কলকাতাতেও রয়েছে বৃষ্টির সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে মহানগরীর কোনও কোনও অংশে। শুক্রবারের পর কলকাতায় বৃষ্টির সম্ভাবনা বেশি।
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বৃষ্টির দাপট দেখা যাবে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, আজ অর্থাৎ বৃহস্পতিবার উত্তরবঙ্গের দুই পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মালদা এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গে বৃষ্টির এই রেশ চলবে আগামিকাল শুক্রবারেও। আগামিকালও দার্জিলিং,কালিম্পঙের পাশাপাশি জলপাইগুড়িতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শনিবার দার্জিলিং এবং মালদা জেলায় হালকা বৃষ্টি হতে পারে। আগামী রবিবার উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর।
একটি মন্তব্য পোস্ট করুন