Top News

ChatGPT ও DeepSeek নিয়ে কঠোর কেন্দ্র, কড়া নির্দেশ কেন্দ্রের

 

সম্প্রতি ভারতের অর্থ মন্ত্রক নির্দেশিকা জারি করেছে, ‘চ্যাটজিপিটি’, ‘ডিপসিক’-এর মতো কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন অ্যাপ্লিকেশনগুলিকে অফিসের কম্পিউটার বা অন্য যন্ত্রে ব্যবহার করা যাবে না! সরকার পক্ষ আশঙ্কা করছে, ওই অ্যাপগুলির মাধ্যমে তথ্য ফাঁস হতে পারে। তবে, এই নিয়ে মন্ত্রক, ওপেনএআই বা ডিপসিকের প্রতিনিধিরা কোনও মন্তব্য করেননি। অর্থ মন্ত্রক ছাড়া আর কোনও মন্ত্রকে এমন নির্দেশিকা জারি করা হয়েছে কি না তা জানা যায়নি।


গত ২৯ জানুয়ারি অর্থমন্ত্রকের যুগ্মসচিব প্রতীপকুমার সিংয়ের সই করা নির্দেশিকাটি জারি করা হয়। যদিও তা প্রকাশ্যে এসেছে বুধবার। বুধবারই ‘চ্যাটজিপিটি’-র নির্মাতা সংস্থা ‘ওপেন এআই’ কর্তা স্যাম অল্টম্যানের ভারতে এসেছেন। কেন্দ্রীয় তথ্যপ্রযুক্তি মন্ত্রী অশ্বিনীর সঙ্গে বৈঠক করেছেন তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তায় ভারতের আগামীর রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে উভয়ের। বৈঠকের পরে অশ্বিনী সমাজমাধ্যমে লিখেছেন ‘সুপার কুল’ আলোচনা হয়েছে তাঁদের।


ঠিক এই সময়েই প্রকাশ্যে এসেছে অর্থ মন্ত্রকের কর্মীদের জন্য এই নির্দেশিকা। দেশের শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমগুলির সঙ্গে বর্তমানে চ্যাটজিপিটি একটি হাই প্রোফাইল কপিরাইট লঙ্ঘনের আইনি যুদ্ধের মুখোমুখি হয়েছে। আদালত জানিয়েছে যে ভারতে এই এআইয়ের কোনো সার্ভার নেই এবং ভারতীয় আদালতের এই বিষয়ে শুনানি করা উচিত নয়।

Post a Comment

নবীনতর পূর্বতন