Top News

নারায়ণগঞ্জে ফ্ল্যাট থেকে এক ব্যক্তির গলাকাটা লাশ উদ্ধার

 

নারায়ণগঞ্জ শহরের টানবাজার এলাকার ফ্ল্যাট থেকে উৎপল রায় (৬২) নামের এক ব্যক্তির গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে সাহাপাড়া এলাকার শংকর সাহার মালিকানাধীন সাততলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

নিহত ব্যক্তির পরিবারের বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির আহমেদ প্রথম আলোকে বলেন, ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনে কর্মরত চিকিৎসক উজ্জ্বল কুমার রায় ও তাঁর বাবা উৎপল রায়। তাঁদের বাসায় একজন নারী গৃহপরিচারিকার কাজ করেন। গতকাল সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই নারী বাসায় ঢোকেন। পরে রাত সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে বের হন। রাত সাড়ে ৯টার দিকে ছেলে উজ্জ্বল বাসায় এসে দেখেন, ফ্ল্যাটের দরজা ভেতর থেকে লক করা। পরে লক ভেঙে ভেতরে ঢুকে দেখেন, তাঁর বাবার রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে আছে।


ওসি জানান, কী কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে তা তদন্ত করে দেখা হচ্ছে। ময়নাতদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই বাড়ির দারোয়ান পলাতক আছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় মামলা হবে।

Post a Comment

নবীনতর পূর্বতন