Top News

ম্যাক্লারেন আর আলবার্তোর গোলে শিল্ড এর আরও কাছে মোহনবাগান

 


প্রশ্ন উঠছিল যে ম্যাক্লারেন ১৪ কোটি পাওয়ার যোগ্য? আশা করা যাচ্ছে যে এই প্রশ্নর উত্তর সে নিজেই দিয়ে দিচ্ছে। মরশুম যত এগোচ্ছে নিজের জাত চেনাচ্ছে স্বয়ং ম্যাক্লারেন। ইতি মধ্যে ১০ গোলের মালিক তিনি আর ৪ ম্যাচ বাকি থাকতেই ৪৯ পয়েন্ট পেয়ে গেছে । মজার বিষয় হল যে মোহনবাগান কিন্তু আজ তাদের সেরা খেলা তা খেলতে পারেনি, তার জল জ্যান্ত উধারন হল আপুইয়া, হয়তো এই মরশুম এর সবথেকে খারাপ ম্যাচ খেলল সে, কিন্তু দল টার নাম যে মোহনবাগান তাই খারাপ দিনেও কিভাবে ৩ পয়েন্ট নিয়ে আস্তে হয় তারা ভালোভাবে জানে।

আজ ও তার ব্যাতিক্রম হলনা । ম্যাক্লারেন এর দুরন্ত ভলি আর ৬ গজ বক্সের মধ্যের গোল গুলই তার প্রমাণ এবং ডিফেন্সের সেরা স্তম্ভ আলবার্তো চোখ ধাঁধানো গোল। এই জয়ের ফলে লীগ শিল্ড জেতা এখন সময়ের অপেক্ষা । ম্যাচের শেষের দিকে মনভীর সিংহ হাল্কা চোট পান কিন্তু আশা করা যাচ্ছে যে চোট টি গুরুতর নয় এবং তিনি আশাবাদি যে তিনি পরের ম্যাচ উড়িষ্যা এফসি র বিরুদ্ধে নামবেন। আজ দিমি পেত্রাতস কে মলিনা সুযোগ দিয়েছিলেন প্রায়ে ৭৬ মিনিটের মাথায়ে এবং সে গোলের কাছাকাছি পৌঁছে ও গেছিলেন, গোলরক্ষক সচিন না থাকলে দিমির আর মোহন জনতার কাঙ্ক্ষিত গোলের অপেক্ষার অবসান ঘোটতে পারত। দুর্ভাগ্যবসত সেটা হয়নি।

আগামি ম্যাচে মলিনা নিশ্চই আজকের ভুল গুল সুধ্রানর প্রচেষ্টা করবেন এবং ওই ম্যাচেই শিল্ড ঘরে পর পর দুবার আনার পূর্ণ চেষ্টা করবেন।

 মোহনবাগান- বিশাল (গোলরক্ষক), আলবার্তো, টম, দিপ্পেন্দু,শুভাসিশ,আপুইয়া,দীপক(আভিশেক),লিস্টন(সুহেল), মনভীর(আশিক), কামিন্স(দিমি),ম্যাক্লারেন

কেরালা- সছিন,সন্দিপ(দহ্লিং),মিলস,নাওচআ,দানিশ(ইশান),আমাওিয়া(ভিবিন),লুনা,করউ(আইমেন), জিমেনেজ,পেপ্রাহ (লাগাটর)

Post a Comment

নবীনতর পূর্বতন