Top News

মহাকুম্ভে বড় বিপদ, ফের লাগলো আগুন! কি পরিস্থিতি? জেনে নিন!

 


মহাকুম্ভে একের পর এক দুর্ঘটনা ঘটেই চলেছে। পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনার পরেও কি সেখানকার প্রশাসন বাড়তি ব্যবস্থা গ্রহণ করেনি, তা নিয়ে যখন প্রশ্ন উঠছে, ঠিক তখনই ফের মহাকুম্ভ থেকে এলো বড় খবর। অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে খবর পাওয়া যাচ্ছে।

সূত্রের খবর, এদিন ফের মহাকুম্ভে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

যেখানে সেক্টর ১৮ তে হরিহরানন্দ ক্যাম্পে আগুন লাগে বলে খবর আসে। ইতিমধ্যেই সেই আগুন নিয়ন্ত্রণে এনেছে দমকল। তবে কেন বারবার মহাকুম্ভে পদপিষ্ট হয়ে যাওয়ার মত এবং অগ্নিকাণ্ডের মত ঘটনা ঘটছে, তা নিয়ে উঠতে শুরু করেছে প্রশ্ন। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

Post a Comment

নবীনতর পূর্বতন