Top News

আজ বিধানসভায় পেশ রাজ্য বাজেট

 


আজ (বুধবার) বিকেল ৪টায় বিধানসভায় ২০২৫–২৬ অর্থবছরের জন্য রাজ্য বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তার আগে হবে মন্ত্রিসভার বৈঠক।আগামী বছর অর্থাৎ ২০২৬ এ বিধানসভা ভোট। তার আগে এটা রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট।


বাজেটের অভিমুখ নিয়ে পরিষদীয় মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় জানিয়েছেন,”“মমতা বন্দ্যোপাধ্যায় সংগ্রামের মধ্যে দিয়ে উঠে এসেছেন। তাই তিনি সবসময় নিজেকে মাটির কাছাকাছি রাখার চেষ্টা করেন। ২০১১ সালে ক্ষমতায় আসার পর আমাদের সরকারের প্রথম লক্ষ্য ছিল, সমাজের সবচেয়ে পিছিয়ে পড়া মানুষজনকে আর্থিক দিক থেকে স্বাবলম্বী করে তোলা। আসলে আর্থিকভাবে যাঁরা সবচেয়ে পিছিয়ে রয়েছেন তাঁদের উন্নতি না করতে পারলে সমাজের সার্বিক উন্নয়ন ঘটানো সম্ভব নয়। শুধু সমাজের পিছিয়ে পড়া অংশই নয়, ছাত্র, যুব, কর্মচারী, শ্রমিক, মহিলা-সহ সমাজের সর্বস্তরকেই উপকৃত করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবারের বাজেটের অভিমুখও সেদিকেই থাকবে।”


দিন কয়েক আগেই শেষ হয়েছে বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলন। সেখানেও বিদেশী শিল্প প্রতিনিধিদের কাছে অর্থ সামাজিক প্রকল্প যেমন ‘কন্যাশ্রী’, স্বাস্থ্য সাথী ‘লক্ষ্মীর ভাণ্ডার’–এর মতো জনকল্যাণমুখী প্রকল্পগুলি বারে বারেই তুলে ধরা হয়েছে।


পাশাপাশি, রাজ্যের সামগ্রিক উন্নয়নের লক্ষ্যে নতুন পরিকাঠামো তৈরিতে ও নজর দিচ্ছে সরকার। এবার কি চমক থাকবে, কোন কোন প্রকল্পে কত বরাদ্দ সেইদিকেই নজর থাকবে সকলের।

Post a Comment

নবীনতর পূর্বতন