প্রায় এক দশক আগে, ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর পানিহাটিতে চোর সন্দেহে শম্ভু চক্রবর্তী নামে এক ব্যক্তিকে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে ১০ জনের বিরুদ্ধে। অভিযুক্তদের মধ্যে ছিলেন পানিহাটির ১১ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর তারক গুহও।
প্রায় ১০ বছর ধরে মামলা চলার পরে ব্যারাকপুরে তৃতীয় অতিরিক্ত জেলা ও দায়রা আদালতের বিচারক অয়নকুমার বন্দ্যোপাধ্যায়ের এজলাসে দোষী সাব্যস্ত হয় ৫ জন, যার মধ্যে রয়েছেন কাউন্সিলর তারক গুহও।
পাঁচজনের মধ্যে তারক গুহ ছাড়াও রয়েছেন হরিপদ সরকার, নেপাল গুহ, জয়দেব মুখোপাধ্যায় এবং শ্যামল দাস। বিচারক তাদের যাবজ্জীবন এবং প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা ঘোষণা করে। পাঁচজনের এই জরিমানা ১০ হাজার টাকা মৃত শম্ভু চক্রবর্তী স্ত্রীর হাতে তুলে দেওয়া হবে বলে জানা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন