Top News

বাংলাদেশের শেরপুরে কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে গনধর্ষণ, জানতে পেরে মায়ের আত্মহত্যার চেষ্টা

 


বাংলাদেশের শেরপুরের ঝিনাইগাতীতে এক কিশোরীর (১৪) ধর্ষণের শিকার হয়েছে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী কিশোরীর মা বিষপানে আত্মহত্যার চেষ্টা করেন। বর্তমানে গুরুতর অসুস্থ অবস্থায় তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় চারজনকে আসামি করে ঝিনাইগাতী থানায় মামলা করেছে ভুক্তভোগীর পরিবার। গতকাল মঙ্গলবার রাতে ঝিনাইগাতী উপজেলার একটি গ্রামে এই ঘটনা ঘটে। ঘটনার মূল অভিযুক্ত মহম্মদ ইলিয়াছ (২৫) নামের এক যুবক । সে ও তার তিন বন্ধু মিলে কিশোরীকে জঙ্গলে টেনে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন চালায় ।  

পুলিশ ও নির্যাতিতার পরিবার সূত্রে খবর , গত ১৪ ফেব্রুয়ারি শুক্রবার দুপুরে নির্যাতিতা কিশোরী তার ৩-৪ জন বান্ধবীর সঙ্গে ঝিনাইগাতীর স্থানীয় একটি দর্শনীয় জায়গায় বেড়াতে যায়। সেখানে ওই কিশোরীর সঙ্গে পূর্বপরিচিত মহম্মদ ইলিয়াছের দেখা হয়। ইলিয়াছ তাঁর তিন সহযোগীর সহায়তায় কিশোরীকে সেখান থেকে তুলে জঙ্গলে নিয়ে গিয়ে গনধর্ষণ করে । পরে ওই কিশোরীর চিৎকারে আশপাশের লোকজন ছুটে গিয়ে তাকে উদ্ধার করেন এবং বাড়িতে পৌঁছে দেন।

Post a Comment

নবীনতর পূর্বতন