Top News

ভয়াবহ বিস্ফোরণ কল্যাণীর বাজি কারখানায়, মৃত কমপক্ষে ৪, উদ্ধার ঝলসানো দেহ


কল্যাণীর ঘন জনবসতিপূর্ণ এলাকার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। তার জেরে কমপক্ষে চারজনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে খবর মিলেছে। ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল আগুনে ঝলসে যাওয়া দেহ। সেইসঙ্গে অগ্নিদগ্ধ অবস্থায় একজনের দেহ উদ্ধার করা হয়েছে। তাঁকে ভরতি করা হয়েছে কল্যাণীর জওহরলাল নেহরু মেমোরিয়াল হাসপাতালে। বিষয়টি নিয়ে আপাতত জেলা প্রশাসন, পুলিশ বা দমকল বাহিনীর তরফে কোনও মন্তব্য করা হয়নি। এখন আগুন নেভানোর কাজ চলছে। ঘটনাস্থলে যেরকম পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বাজি কারখানায় বিস্ফোরণের পরে প্রশ্নের মুখে প্রশাসন
আর তারপরই প্রশ্ন উঠেছে প্রশাসনের নজরদারি নিয়ে। কারণ কল্যাণীর রথতলার যে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটেছে, সেখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়ের দূরত্ব বেশি নয়। কল্যাণীর প্রবেশদ্বারও বলা যায়। সেরকম একটা জায়গায় কীভাবে বাজি কারখানা গড়ে উঠল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

২০২৩-তে এগরার বিস্ফোরণ ‘চোখ খুলে দিয়েছিল’ রাজ্যের, তারপর…
কারণ গত কয়েক বছরে রাজ্যের বিভিন্ন প্রান্তে এরকম একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ২০২৩ সালে মে'তে পূর্ব মেদিনীপুরের এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, ‘(এগরার) ঘটনায় আমাদের চোখ খুলে গিয়েছে। আমরা ঠিক করেছি যে আগামী দু'মাসের মধ্যে আমার কাছে একটি রিপোর্ট আসবে। মুখ্যসচিবের নেতৃত্বে আমরা একটি কমিটি তৈরি করেছি, (সেই কমিটি রিপোর্ট জমা দেবে)।’

Post a Comment

নবীনতর পূর্বতন