Top News

শাহরুখের ২০০ কোটির মন্নত বা অমিতাভের ১০০ কোটির জলসা নয়! সবচেয়ে দামি বাড়ি কোন তারকার?


মুম্বই শহরের অন্যতম আকর্ষণ শাহরুখ খানের বাড়ি মন্নত। অনুরাগীরা আরব সাগরের তীরের এই শহরে বেড়াতে গেলেই ঢুঁ মারেন মন্নতের সামনে। বিলাসবহুল বাড়ির দাম যে আকাশছোঁয়া, তা বলার অপেক্ষা রাখে না। এই তালিকায় রয়েছে অমিতাভ বচ্চনের বাড়ি জলসাও। অমিতাভ বচ্চনকে এক ঝলক চাক্ষুষ করার জন্য প্রতি দিন তাঁর বাড়ির সামনে ভিড় জমান অনুরাগীরা। তবে মূল্যের নিরিখে শাহরুখ ও অমিতাভকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে অন্য এক তারকার বাড়ি।

শোনা যায়, মন্নতের দাম ২০০ কোটি টাকা। অন্য দিকে, জলসার দাম ১০০ কোটি টাকা। বলিউডের অন্য তারকাদের বাড়ির দামও ঘোরাফেরা করে ৫০ থেকে ১০০ কোটির মধ্যে। কিন্তু সেই সব নজির ভেঙে দিয়েছে সইফ আলি খানের বাড়ি। বলা ভাল, প্রাসাদ। সইফদের ‘পটৌডী প্যালেস’-এর দাম নাকি ৮০০ কোটি টাকা। হরিয়ানার একেবারে প্রান্তে গুরুগ্রামে অবস্থিত ‘পটৌডী প্যালেস’। ভারতের প্রাক্তন ক্রিকেটার নবাব ইফতিকর আলি খান পটৌডী বানিয়েছিলেন পটৌডী প্যালেস। ইফতিকর সম্পর্কে সইফের ঠাকুরদা। তিনি ছিলেন পটৌডীর নবাব। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই প্যালেস সইফ ও তাঁর পরিবারের।

Post a Comment

নবীনতর পূর্বতন