কথায় আছে না? বড় ম্যাচের খেলোয়াড় বড় ম্যাচেই নিজের জাতের পরিচয় দেয়ে।। তার জলজ্যান্ত উদাহরণ হল দিমি পেত্রাতস । সারা মরশুম তাকে অতটা খুজে পাওয়া জায়েনি যতটা আগের মরশুমে পাওয়া গেছিল। আজ যখন তাকে সবচেয়ে বেশি প্রয়োজন তিনি কিন্তু তাঁর কাজটি করে দিলেন, ম্যাচের ৯০+৩ মিনিটের মাথায়ে জোরালো গোলে জাল কাপাতে গটা যুবভারতী উল্লাসে ফেটে উঠল।
দিমির গোলে টানা দ্বিতীয়বার লীগ শিল্ড বাগানের
Shovan Sundar Das
0
একটি মন্তব্য পোস্ট করুন