Top News

হালুয়াঘাটে কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর

 

ময়মনসিংহের হালুয়াঘাটে রাতের আধাঁরে কালী প্রতিমা ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার শাকুয়াই ইউনিয়নের ভাট্টা এলাকার দক্ষিণ কালীবাড়ি মন্দিরে এ ঘটনা ঘটে। এতে মন্দিরে থাকা তিনটি প্রতিমার মাথা ও হাতের বিভিন্ন অংশ বিচ্ছিন্ন হয়ে যায়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার এম এম মোহাইমেনুর রসিদ।

স্থানীয় কালী মন্দিরের পুরোহিত সুজন চক্রবর্তী বলেন, রাত ১০টা পর্যন্ত এখানে মানুষের আনাগোনা থাকে। গতরাত সাড়ে ১২টায় ঘুম থেকে উঠে মন্দিরের সামনে গিয়ে দেখি কে বা কাহারা প্রতিমার মাথা ও হাত  ভেঙে ফেলেছে।

হালুয়াঘাট থানার ওসি আবুল খায়ের বলেন, ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Post a Comment

নবীনতর পূর্বতন