Top News

আজব প্রেম ! প্রেমিকার সামনে বীরত্ব দেখাতে সটান বাঘের খাঁচায় প্রেমিক

 


“পিরিতে মজিলে মন”….. বহু অদ্ভুদ কাণ্ডকারখানা করে বসে প্রেমিক-প্রেমিকা । এমনই এক আজব কান্ড ঘটিয়ে সংবাদের শিরোনামে চলে এসেছে গুজরাটের আহমেদাবাদের ২৬ বছর বয়সী এক প্রেমিক। প্রেমিকার সামনে বীরত্ব দেখাতে সে সটান ঢুকে পড়ে বাঘের খাঁচার ভিতর । ঘটনাটি আহমেদাবাদের কানকারিয়া চিড়িয়াখানায় ঘটেছে।

জানা গেছে যে প্রেমিকাকে সঙ্গে নিয়ে চিড়িয়াখানায় গিয়েছিল ওই যুবক । ঘুরতে ঘুরতে তারা বাঘের খাঁচার সামনে আসে । প্রেমিকার সঙ্গে বাঘের হিংস্রতা নিয়ে দু’চার কথা হয় । এরপর নিজেকে বীর প্রমান করতে বাঘের মুখোমুখি হওয়ার সিদ্ধান্ত নেয় প্রেমিক । খাঁচার ভেতর একটি গাছ বেয়ে প্রায় বাঘের সামনে চলে যাচ্ছিল সে । কিন্তু ঠিক সময়েই চিড়িয়াখানার কর্মীরা দেখে ফেলে। এরপর তাদের বাধার মুখে ফিরে আসতে বাধ্য হয় ওই যুবক। 

তবে এখানেই শেষ নয়,চিড়িয়াখানা কর্তৃপক্ষ স্থানীয় থানায় খবর দেয় । পুলিশ যুবককে আটক করে  । এ ঘটনায় ওই যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। জানা গেছে,ওই যুবক উত্তরপ্রদেশের বাসিন্দা। বর্তমানে থাকে রাখিয়ালে। প্রেমিকার মন জয় করতে গিয়ে সে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দিয়েছিল সে । তবে ঠিক সময়ে চিড়িয়াখানার কর্মীরা ছুটে যাওয়ায় প্রাণে বেঁচে যায় । জিজ্ঞাসাবাদে জানা যায় যে গাছে ওঠা যুবকের নাম অরুণ পাসওয়ান।

Post a Comment

নবীনতর পূর্বতন