ঠিক ৬ মাস। গত বছরের ৯ অগস্ট নৃশংসভাবে খুন হন তিলোত্তমা। আর রবিবার (৯ ফেব্রুয়ারি) তাঁর জন্মদিন। মেয়ের জন্মদিনে চোখের জলে ভাসলেন তিলোত্তমার বাবা-মা। তারই মধ্যে মেয়ের বিচার না পাওয়া পর্যন্ত লড়াইয়ের অঙ্গীকার করলেন। আর এদিনই তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করে বললেন, সারা দেশ তিলোত্তমার বিচার চায়।
এদিন তিলোত্তমার জন্মদিন উপলক্ষে সাধারণ মানুষকে রাস্তায় নামার ডাক দিয়েছিলেন তিলোত্তমার বাবা-মা। এদিন কলকাতায় মৌন মিছিল হয়। সেখানে যোগ দেন তিলোত্তমার বাবা-মা।
এদিন তিলোত্তমার বাবা-মার সঙ্গে দেখা করতে পাণিহাটিতে তাঁদের বাড়িতে যান শুভেন্দু। পরে তিনি বলেন, “চোখ থাকতে যাঁরা অন্ধ, কান থাকতে যাঁরা শুনতে পান না, তাঁরা ছাড়া সবাই তিলোত্তমার বাবা-মার সঙ্গে আছেন। এই পরিবারের সঙ্গে আমরা আছি। তিলোত্তমার পরিবার এখনও বিচার পায়নি। আমরা সবাই বিচার চাই।”
কলকাতা পুলিশ প্রমাণ লোপাট করেছে বলে অভিযোগ তুলে এদিন ফের সরব হন বিধানসভার বিরোধী দলনেতা। তৃণমূল সরকারকে আক্রমণ করে তিনি বলেন, “তিলোত্তমার পরিবার সঠিক বিচার না পেলে এই সরকারকে কীভাবে বিসর্জন দিতে হয়, তা জানে মানুষ।”
তিলোত্তমার বাবা-মা বলছেন, এই ঘটনায় সঞ্জয় রায় একা জড়িত নয়। এদিন শুভেন্দু বলেন, “তিলোত্তমার বাবা-মা যা বলছেন, সব ঠিক বলছেন।” একইসঙ্গে তাঁর বক্তব্য, “তিলোত্তমার বাবা-মাকে কুর্নিশ জানাই। তাঁরা মেরুদণ্ড সোজা রেখেছেন। বলেছেন, রাজনৈতিক পতাকা ছাড়া যেখানে ডাকবে, সেখানে যাবেন। এই ইস্যুতে পশ্চিমবঙ্গের সব মানুষের এই পরিবারের পাশে দাঁড়ানো উচিত।”
একটি মন্তব্য পোস্ট করুন