বাঘাযতীনে (Baghajatin) হেলে পড়ল একটি বাড়ি। ঘটনার খবর পেতেই দক্ষিণ কলকাতার (South Kolkata) বাঘাযতীনে হাজির হয় পুলিশ। সেই সময় দমকল কর্মীরা এবং বিপর্যয় মোকাবিলাকারী দলের সদস্যরা সেখানে হাজির হন। তবে বাড়িটি যখন হেলে পড়ে, সেখানে কোনও বাসিন্দা ছিলেন না বলে খবর। ওই ফ্ল্যাটের রক্ষণাবেক্ষণের কাজ শুরু করেছিলেন প্রমোটার। রক্ষণােক্ষণের মাঝেই বাঘাযতীন এলাকার ওই ফ্ল্যাট বাড়িটি পুরোপুরি হেলে পড়ে বলে খবর। ফ্ল্যাটে আগে থেকেই ফাটল দেখা গিয়েছিল। ফলে রক্ষণাবেক্ষণের কাজ শুরু হতেই সেটি হেলে পড়ে বলে খবর।
হেলে পড়া বাড়ি নিয়ে মঙ্গলবার এফআইআর দায়ের হল নেতাজিনগর থানায়। ডেভেলপার এবং নির্মাণ সংস্থার মালিকের পাশাপাশি আটটি ফ্ল্যাটের মালিকের বিরুদ্ধেও অভিযোগ করা হয়েছে। ওই চারতলা ফ্ল্যাটবাড়িতে ডেভেলপারেরও একটি ফ্ল্যাট রয়েছে।#kolkata : বাঘাযতীনে হেলে পড়ল একটি বাড়ি।pic.twitter.com/TJsg13A6n6
— NewsTapবাংলা (@NewsTapBangla) January 15, 2025
এফআইআরে বলা হয়েছে, অভিযুক্তেরা প্রশাসনকে না জানিয়ে, প্রয়োজনমতো ব্যবস্থা না নিয়েই রক্ষণাবেক্ষণের কাজ চালাচ্ছিলেন।
মাটি পরীক্ষা না করেই চলছিল 'হাইড্রোলিক জ্যাকিং'। এই কাজ করছিল সুভাষ নাগরার সংস্থা নাগরা কনস্ট্রাকশন প্রাইভেট লিমিটেড। ডেভেলপার সুভাষ রায়ও যুক্ত ছিলেন কাজে। এর ফলে চারতলা বাড়িটি হেলে পড়ে। এর ফলে আশপাশের বাড়িরও ক্ষতি হয়েছে। এই কাজের জন্য কোনও ছাড়পত্রও (স্যাংশন প্ল্যান) দেখাতে পারেননি ফ্ল্যাটবাড়ির ডেভেলপার। এই সমস্ত অভিযোগেই এফআইআর দায়ের করা হয়েছে।
ফ্ল্যাটবাড়িটি কলকাতা পুরসভার ৯৯ নম্বর ওয়ার্ডের বিদ্যাসাগর কলোনিতে। 'শুভ অ্যাপার্টমেন্ট' নামে চারতলা ফ্ল্যাটবাড়ির প্রতি তলায় দু'টি করে ফ্ল্যাট ছিল। স্থানীয়দের একাংশের দাবি, ওই ফ্ল্যাটবাড়িতে আগেই ফাটল দেখা দিয়েছিল। সেই সময় পুর কর্তৃপক্ষের তরফে ওই ফ্ল্যাটের বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়। অভিযোগ, তার পরে আবার ওই ফ্ল্যাটে গিয়ে বসবাস করতে থাকেন অনেকে। স্থানীয়দের আরও দাবি, ফ্ল্যাটটি নিয়ম মেনে তৈরি করা হয়নি। ওই অঞ্চলে তিনতলা ফ্ল্যাট তৈরির অনুমতি দেয় পুরসভা। অভিযোগ, সেই নিয়ম ভেঙে চারতলা ফ্ল্যাট তৈরি করা হয়েছিল।
বাঘাযতীনের ঘটনা অনেকের গার্ডেনরিচ-কাণ্ডের স্মৃতি উস্কে দিচ্ছে। ২০২৪ সালের ১৭ মার্চ মাঝরাতে গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বাড়ি ভেঙে পড়ে। সেই ঘটনায় মারা গিয়েছিলেন ১৩ জন মানুষ। তদন্তে উঠে আসে, বাড়িটি সম্পূর্ণ বেআইনি ভাবে নির্মাণ করা হচ্ছিল। অভিযোগ ওঠে যে, নির্মাণের তদারকিতে বড় ধরনের গাফিলতি ছিল। মঙ্গলবার একই ছবি বাঘাযতীনে।
একটি মন্তব্য পোস্ট করুন