আরজি কর কাণ্ডের (RG Kar Case) তদন্ত নিয়ে কী বলল কেন্দ্রীয় এজেন্সি?
আরজি কর ধর্ষণ খুন কাণ্ডে সিবিআইয়ের চার্জশিটে অভিযুক্ত হিসেবে শুধুমাত্র ধৃত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়ের (Sanjay Roy) নাম ছিল। তদন্তকারী সংস্থার তরফ থেকে তাঁর সর্বোচ্চ সাজার আবেদন জানানো হয়েছে। এদিকে গ্রেফতারির ৯০ দিনের মধ্যে সিবিআই চার্জশিট দিতে ব্যর্থ হওয়ায় জামিন পেয়ে গিয়েছেন আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ (Sandip Ghosh) এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল।
বৃহস্পতিবার এই মামলায় শিয়ালদহ আদালতে ফাইনাল ক্লোজিং সাবমিশন দিয়েছে সিবিআই। এই আবহে প্রশ্ন উঠছে, তাহলে কি চিকিৎসক ধর্ষণ হত্যাকাণ্ডে (RG Kar Case) সিবিআই তদন্ত শেষ? জানা যাচ্ছে, এই মামলায় তদন্ত শেষ হয়নি জানিয়ে তদন্তের অভিমুখ পরিবর্তন করতে চেয়ে আরও সময় চেয়েছে কেন্দ্রীয় এজেন্সি। তদন্তকারী সংস্থার তরফ থেকে আরও ৩ মাস সময় চাওয়া হয়েছে বলে খবর।
আদালতে সিবিআই জানিয়েছে, এবার বৃহত্তর ষড়যন্ত্র, তথ্যপ্রমাণ লোপাট এবং ধামাচাপা দেওয়ার অভিযোগ নিয়ে তদন্ত হবে। এর জন্য ফরেন্সিক রিপোর্টের অপেক্ষা করছেন গোয়েন্দারা। কেন্দ্রীয় এজেন্সির তরফ থেকে জানানো হয়েছে, যৌক্তিক সিদ্ধান্তে আসার জন্য তাদের আরও কিছুটা সময় প্রয়োজন। সেই সঙ্গেই এই মামলার তদন্তের অগ্রগতির দিকে সুপ্রিম কোর্টের নজর রয়েছে বলেও জানিয়েছে সিবিআই।
আরজি কর ধর্ষণ খুনের (RG Kar Case) মামলায় কেন্দ্রীয় এজেন্সির এই আবেদন নাকচ করে দিয়েছেন শিয়ালদহ আদালতের বিচারক অরিজিৎ মণ্ডল। তিনি জানান, এখনও চূড়ান্ত চার্জশিট জমা পড়েনি। অভিযুক্তপক্ষ কোনও আর্জি জানায়নি। সেই কারণে সিবিআইয়ের আবেদনের দরকার নেই। এদিকে জানা যাচ্ছে, আগামী সপ্তাহে আরজি কর ধর্ষণ হত্যাকাণ্ডের মামলায় শাস্তি ঘোষণার সম্ভাবনা রয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন