Top News

Ram Mandir Anniversary 2025: প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তিতে রামলালার মহাভিষেক, দেখুন

 শনিবার ১১ জানুয়ারি থেকে সোমবার ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে চলবে রামলালার বর্ষপূর্তি অনুষ্ঠান। রকমারি আলো আর ফুলে নববধূর বেশে সেজে উঠেছে গোটা রাম মন্দির।


রামলালার প্রাণ প্রতিষ্ঠার বর্ষপূর্তি উপলক্ষ্যে অযোধ্যায় ধুমধাম করে আয়োজিত হয়েছে অনুষ্ঠান। শনিবার ১১ জানুয়ারি থেকে সোমবার ১৩ জানুয়ারি পর্যন্ত তিন দিন ধরে চলবে রামলালার বর্ষপূর্তি অনুষ্ঠান। রকমারি আলো আর ফুলে নববধূর বেশে সেজে উঠেছে গোটা রাম মন্দির। এই শুভক্ষণ উপলক্ষ্যে রামলালার দর্শন নিতে ভক্তের ঢল নেমেছে অযোধ্যায়। শনির সকালে রাম জন্মভূমি অযোধ্যার রাম মন্দিরে রামলালার 'মহাভিষেক' অনুষ্ঠিত হয়েছে। রামলালার ‘‌মহা অভিষেক’‌ অনুষ্ঠানের উদ্বোধন করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। রামলালার 'মহাভিষেক' পর্বের ভিডিয়ো দেখুন সরাসরি।


Post a Comment

নবীনতর পূর্বতন