চলে গেলেন ফসিলস ব্যান্ডের প্রাক্তন সদস্য চন্দ্রমৌলি বিশ্বাস। ব্যান্ডের দীর্ঘদিনের সঙ্গী ছিলেন চন্দ্রমৌলি। রবিবার ইন্ডিয়ান মিরর স্ট্রিটের বাড়ি থেকে উদ্ধার হয়েছে চন্দ্রমৌলির ঝুলন্ত দেহ। বয়স হয়েছিল ৪৮ বছর।
সূত্রের কবর বেসিস্টের ঝুলন্ত দেহ প্রথম দেখতে পান তাঁর বর্তমান ব্যান্ড সঙ্গী মহুল চক্রবর্তী।তিনিই পুলিশকে জানিয়েছেন। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ। ২০০০ থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৮ বছর ফসিলস ব্যান্ডের সঙ্গে যুক্ত ছিলেন চন্দ্রমৌলি। এদিন কল্যাণীতে শো ছিল ফসিলসের। তার মাঝেই খবরটা আসে।
প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, মানসিক অবসাদে ভুগছিলেন চন্দ্রমৌলি। গত কয়েক বছর ধরে অর্থনৈতিক সংকটে ছিলেন তিনি। পরিবারের তরফেও জানানো হয়েছে ডিপ্রেশনের জন্য চিকিৎসা চলছিল। সুইসাইড নোটে কাউকে দায়ী করেননি বলেই প্রাথমিকভাবে জানাচ্ছে পুলিশ। তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছে সমাজমাধ্যমে। বিশ্বাস করতে পারছেন তাঁর অনুরাগীরা।
একটি মন্তব্য পোস্ট করুন