Top News

বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দেওয়ার অভিযোগ, গ্রেফতার D Bapi বিরিয়ানির মালিক


এক ব্যক্তিকে বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ায় গ্রেফতার হলেন বিরিয়ানি ব্যবসায়ী অনির্বাণ দাস ওরফে ডি বাপি। মঙ্গলবার রাতে মধ্যমগ্রাম থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁর বিরুদ্ধে মধ্যমগ্রামে এক ব্যক্তিকে মারধর ও বন্দুক দেখিয়ে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। এব্যাপারে অভিযুক্তের তরফে কোনও বিবৃতি পাওয়া যায়নি। 

জানা গিয়েছে, মধ্যমগ্রামে বিরিয়ানির দোকান খোলার জন্য ২ বছর আগে স্থানীয় এক ব্যক্তির কাছ থেকে ১১ মাসের চুক্তিতে একটি ঘর ভাড়া নেন অনির্বাণবাবু। কিন্তু ১১ মাস পার হওয়ার পর ঘর ছাড়েননি তিনি। চুক্তিও নবীকরণ করেননি। বাড়ির মালিক তাঁকে ঘর ছাড়ার জন্য বারবার অনুরোধ করলেও তা করেননি অনির্বাণবাবু। উলটে বাড়ির মালিককে তিনি ও তাঁর কর্মীরা হুমকি দিয়েছেন বলে অভিযোগ।

অভিযোগ, দিন কয়েক আগে মধ্যমগ্রামের দোকানে অনির্বাণবাবু এলে ফের তাঁকে ঘর ছাড়ার জন্য অনুরোধ করেন বাড়ির মালিক। অভিযোগ তখন তাঁকে মারধর করেন বিনিয়ানির দোকানের কর্মীরা। এমনকী অনির্বাণবাবুর দেহরক্ষী বাড়ির মালিককে বন্দুক দেখিয়ে ভয় দেখান। তখনই প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে অনির্বাণবাবুর বিরুদ্ধে। 

এই ঘটনার কথা জানিয়ে নিমতা থানায় অনির্বাণবাবুর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন বাড়ির মালিক। মঙ্গলবার অনির্বাণবাবু ফের মধ্যমগ্রামের দোকানে গেলে সেখানে পৌঁছন পুলিশ আধিকারিকরা। সেখান থেকেই অনির্বাণবাবুকে গ্রেফতার করেন তাঁরা। 

মধ্যমগ্রাম চৌমাথা লাগোয়া ওই বাড়ির মালিক বলেন, ‘আমার কাছ থেকে ব্যবসার কাজের জন্য অনির্বাণ দাস ১১ মাসের চুক্তিতে ঘর ভাড়া নিয়েছিলেন। ১১ মাস শেষ হলেও উনি ঘর ছাড়েননি। উলটে আমারে বন্দুক দেখিয়ে প্রাণে মারার হুমকি দিচ্ছে। আমি পুলিশে অভিযোগ করেছিলাম। পুলিশ আইন মোতাবেক পদক্ষেপ করেছে। এরকম ঘটনা ঘটতে থাকলে স্থানীয়রা কোনও ব্যবসায়ীকে ঘর ভাড়া দিতেই ভয় পাবেন।’

Post a Comment

নবীনতর পূর্বতন