Top News

কাল থেকে আবার বৃষ্টি, সঙ্গে হাড়কাঁপানো শীতও! জানুন আপডেট

 


বিদায়ী বছরের শেষদিন থেকে দক্ষিণবঙ্গে শীত ফিরছিল। এবার হাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরুতেই বঙ্গে শীতের আমেজ ফিরলেও ফের কমবে ঠান্ডার তেজ। রবিবার থেকে আগামী তিন দিন তাপমাত্রা বেড়ে যাবে ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস। যদিও বুধবার থেকে ফের নেমে যাবে পারদ। পরবর্তী দু'দিনে ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নেমে যেতে পারে।

সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে হালকা বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার ও কোচবিহার জেলায়। এছাড়া মঙ্গলবার দার্জিলিং, কালিম্পং জেলায় তুষারপাত হতে পারে হালকা। মঙ্গলবার বৃষ্টি হতে পারে দার্জিলিংসহ চার জেলায়।

Post a Comment

নবীনতর পূর্বতন