Top News

‘মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য এগুলো হচ্ছে’ : মালদার তৃণমূল নেতা গুলিবিদ্ধ হওয়ার ঘটনার প্রতিক্রিয়ায় বললেন শুভেন্দু অধিকারী

 


আজ বৃহস্পতিবার সাতসকালে মালদার ঝলঝলিয়ার মাতাল মোড়ে দাঁড়়িয়ে থাকার সময় গুলিবিদ্ধ হন তৃণমূল নেতা দুলাল সরকার।তিন জন যুবক মাথায় হেলমেট পরে এসে তাঁকে লক্ষ্য করে পরপর তিনটি গুলি চালায়। প্রথম দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও তৃতীয় গুলিটি দুলালের মাথা ফুঁড়ে যায়। বর্তমানে মালদা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন তিনি জীবন-মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন । এই ঘটনার প্রতিক্রিয়ায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন,’তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন । আর এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য ।’ 

আজ দুপুরে নিজের নির্বাচনী ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে দলীয় কর্মসূচিতে যোগ দিতে গিয়েছিলেন শুভেন্দু অধিকারী । সেই সময় মালদার তৃণমূল নেতার গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,’তৃণমূলের হিন্দু নেতাকর্মীরাও আক্রান্ত হচ্ছেন । কলকাতার বুকে কাউন্সিলর সুশান্ত ঘোষ আক্রান্ত হয়েছেন । সন্দেশখালিতে সুকুমার মাহাতো আক্রান্ত হয়েছে । মিনা খানের এমএলএ-এর উপর আক্রমণ হয়েছে । আজকে দুলাল সরকারের ওপর আক্রমণ হয়েছে।  এটা হচ্ছে মমতা ব্যানার্জির অপদার্থতার জন্য । ২০২১ সালে বিজেপির প্রার্থী গোপাল সাহার ওপরেও গুলি চলেছিল৷’ 

জানা গেছে,মালদার গুলিবিদ্ধ তৃণমূল নেতা দুলাল সরকার তৃণমূল কাউন্সিলর ও প্রাক্তন জেলা সভাপতি তথা জেলা তৃণমূলের সহ-সভাপতি। কারা গুলি করল তা এখনো স্পষ্ট নয় । এখনো পর্যন্ত পুলিশ কাউকে গ্রেফতার করতে পারেনি বলে জানা গেছে । তৃণমূল নেতৃত্বও বিষয়টি মুখ খোলেনি । শুভেন্দু অধিকারী বলেন,’বাংলাদেশের বর্ডার এলাকা, চাঁপাইনবাবগঞ্জ কাছেই, কয়েক কিলোমিটার দূরেই চাঁপাইনবাবগঞ্জ, মহতিপুর বর্ডার৷ সম্পূর্ণ জঙ্গিতে হাতে চলে গেছে৷’

এর আগে বৃহস্পতিবার সকালে নন্দীগ্রাম-১ নম্বর গোকুলনগর পঞ্চায়েতের বৃন্দাবন চকের বাজার এলাকায় নিজের চা জলখাবারের দোকানের কাছ থেকে তৃণমূল কর্মী মহাদেব বিষয়ীর(৫২) রক্তাক্ত দেহ উদ্ধার হয় । এই ঘটনায় শুভেন্দু বলেন,’বৃন্দাবন চকের ঘটনা… ২৫-৩০ কিলোমিটার দূরে বাড়ি…পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান-প্রধান…১২:০৫-এ টাইম দিয়েছে…৫:২০ তে এফআইআর নিয়েছে । বসির বলে একটা লোক…আমার কাছে ছবি আছে… সারা দুনিয়ার লোক জানে । তার বাড়ির লোক তিনটের সময় ইমেইলে একটা অভিযোগ করেছে, সেই অভিযোগে সন্তুষ্ট না হয়ে তৃণমূলকে নিয়ে বসে তুহিন বিশ্বাস রেডি করে সবাইকে যুক্ত করেছে ।’ তিনি বলেন,’পুলিশের কাজ হল তৃণমূলকে সন্তুষ্ট করা । পয়সা তোলো আর যত রকম নোংরা কাজ আছে কর । যার তার কাছে বন্দুক… সাধারণ মানুষের নিরাপত্তা নেই ।’।

Post a Comment

নবীনতর পূর্বতন