Top News

আরজিকরকান্ড : সঞ্জয়ের সাজা ঘোষণার আগেই বড় খবর! 'এই' দাবিতে হাইকোর্টের দ্বারস্থ ঐক্য মঞ্চ!

 


আরজি কর মামলা (RG Kar Case) নিয়ে গত আগস্ট মাস থেকে উত্তাল রাজ্য রাজনীতি। চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার প্রতিবাদে একাধিকবার রাত দখলের সাক্ষী থেকেছে বাংলা। আগামী ১৮ জানুয়ারি এই মামলার রায়দান করবে শিয়ালদহ আদালত। তার আগে ফের একবার রাত দখলের ডাক দেওয়া হল। পুলিশের তরফ থেকে অনুমতি না মেলায় জল গড়াল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি।

ইতিমধ্যেই উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।


রাত দখলের ডাক দিয়ে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ ঐক্য মঞ্চ!

সিবিআইয়ের তরফ থেকে আরজি কর কাণ্ডের মূল অভিযুক্ত সঞ্জয় রায়ের (Sanjay Roy) ফাঁসি চাওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি রায়দান করবে আদালত। তবে নির্যাতিতার পরিবার সহ অনেকের দাবি, ধর্ষণ খুনের এই ঘটনার সঙ্গে আরও অনেকে জড়িত। তাঁদের আড়াল করা হয়েছে। সেই সঙ্গেই সরকারের তরফ থেকে নারী সুরক্ষা নিয়ে পর্যাপ্ত পদক্ষেপ নেওয়া হয়নি। সেই জন্য আবার রাত দখলের ডাক দেওয়া হয়েছে।

জানা যাচ্ছে, আগামী ১৬ জানুয়ারি কলকাতার রানি রাসমণি অ্যাভিনিউয়ে রাত দখলের ডাক দিয়েছে 'রাত দখল ঐক্য মঞ্চ'। তাদের বক্তব্য, নিম্ন আদালতে সাজা ঘোষণার দিন ঠিক হয়ে গেলেও, একাধিক প্রশ্নের জবাব মেলেনি। সেই জবাবের দাবিতে আগামী ১৬ জানুয়ারি রাত দখলের ডাক দেওয়া হয়েছে। পুলিশের তরফ থেকে এই কর্মসূচিতে অনুমতি না দেওয়ায় হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ হয়েছেন আন্দোলনকারীরা।

রাত দখলের এই কর্মসূচির অনুমতি পেতে উচ্চ আদালতের গিয়েছে 'রাত দখল ঐক্য মঞ্চ'। জানা যাচ্ছে, ইতিমধ্যেই মামলা দায়ের করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের (Justice Tirthankar Ghosh) এজলাসে এই মামলার শুনানি হতে পারে বলে খবর।

উল্লেখ্য, গত ৯ আগস্ট আরজি কর হাসপাতালের জরুরি বিভাগের চারতলার সেমিনার রুম থেকে উদ্ধার হয়েছিল মহিলা চিকিৎসকের মৃতদেহ। এই ঘটনার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই সঞ্জয় রায় নামের এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। পরবর্তীতে সিবিআইয়ের চার্জশিটেও সঞ্জয়কেই একমাত্র অভিযুক্ত হিসেবে দাবি করা হয়।

আগামী ১৮ জানুয়ারি এই মামলায় রায়দান করবে শিয়ালদহ আদালত। তার আগে ফের কলকাতার বুকে রাত দখলের ডাক দেওয়া হল। জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। উচ্চ আদালত কী নির্দেশ দেয় সেটাই এবার দেখার।

Post a Comment

নবীনতর পূর্বতন