Top News

খাটের নিচ থেকে উদ্ধার গলাকাটা দেহ, কলকাতায় ফের তরুণী খুন ।

 


গল্ফগ্রিন থানা এলাকায় বুধবার সন্ধ্যায় নিজের বাড়িতেই খাটের নিচ থেকে ওই মহিলার গলাকাটা দেহ উদ্ধার হয়েছে বলে খবর। নিহত মহিলার নাম  নাফিসা খাতুন (৪২)। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তরুণীর গলায় গভীর ক্ষতচিহ্ন পাওয়া গিয়েছে পুলিশ সূত্রে খবর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গল্ফগ্রিনের রাজেন্দ্র প্রসাদ কলোনি এলাকায় মায়ের সঙ্গে থাকতেন ওই তরুণী। জানা গিয়েছে, এ দিন দুপুর থেকেই ওই তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুঁজির মাঝেই তরুণীর ঘরে খাটের নিচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই উদ্ধার হয় দেহ। ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। যদিও প্রতিবেদন লেখা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।


জানা গিয়েছে, ওই তরুণীর মা’র একটি চায়ের দোকান রয়েছে। সকাল ৯টায় মাকে খাবার দিতে যায় তরুণী। দুপুরের দিকে তরুণীকে ফোন করেন তাঁর মা। ফোনে পাওয়া যায়নি। বিকেলে দোকান থেকে বাড়ি ফিরে মেয়েকে দেখতে পাননি তিনি। এর পরেই খাটের নিচ থেকে তরুণীর দেহ উদ্ধার হয়।

স্থানীয় সূত্রে খবর, বুধবার দুপুর থেকে তরুণীকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। তিনি ক্যাফেতেও যাননি। ফোনে তাঁর সঙ্গে যোগাযোগ করতে পারেননি মা। পরে খাটের নীচ থেকে রক্ত গড়িয়ে আসতে দেখা যায়। সেখান থেকেই দেহ উদ্ধার হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় গল্ফগ্রিন থানার পুলিশ। সন্ধ্যা ৬টা নাগাদ তারা দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এলাকার বাসিন্দাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে তরুণীকে খুন করা হয়েছে বলে মনে করা হচ্ছে। খুনের পর তাঁর দেহ ঢুকিয়ে দেওয়া হয়েছিল ঘরের খাটের নীচে। এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকে গ্রেফতার করেনি পুলিশ। ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করা হবে।

উল্লেখ্য, গত ডিসেম্বর মাসেই গল্ফগ্রিনের একটি পরিত্যক্ত জায়গা থেকে একটি কাটা মুণ্ডু উদ্ধার হয়েছিল। ঘটনায় হইচই পড়ে যায়। মৃতা গল্ফগ্রিন এলাকায় পরিচারিকার কাজ করতেন। এই ঘটনায় নিজের শ্যালিকাকে খুনের জন্য জামাইবাবুকে গ্রেপ্তার করা হয়। এর পর ফের গল্ফগ্রিন এলাকায় ফের একটি তরুণীকে হত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। 

রাতে ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের ডিসি (ডিডি স্পেশাল) বিদিত রাজ বুন্দেশ। তিনি বলেন, ‘নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। দেহে একাধিক ক্ষত চিহ্ন আছে। মনে করা হচ্ছে, মহিলাকে খুন করা হয়েছে। নিহতের মায়ের সঙ্গে কথা বলছি আমরা। মায়ের লিখিত অভিযোগের ভিত্তিতে খুনের তদন্ত শুরু হয়েছে।’

Post a Comment

নবীনতর পূর্বতন