রেশন দুর্নীতি মামলায় শর্তসাপেক্ষে জামিন পেলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। ১৪ মাস পর কলকাতায় ইডির বিশেষ আদালতে জামিন পেলেন তিনি। এই একই মামলায় অন্যরা জামিন পেয়েছেন আগেই। আর সেই বিষয়টি তুলে ধরেই জামিন পেলেন তিনি। এমনটাই মন্তব্য করেন বিচারক। ২৫ হাজার টাকার জোড়া বন্ড ও ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জামিন পেলেন তিনি। এই মামলায় প্রথমে গ্রেপ্তার হয়েছিলেন বাকিবুর রহমান। তারপরেই গ্রেপ্তার হয়েছিলেন তিনি।
ব্যাঙ্কশাল আদালতের বিশেষ ইডি আদালতে চলছিল জ্যোতিপ্রিয় মল্লিকের জামিনের আবেদনের শুনানি।বুধবার সেখানেই জামিন পান জ্যোতিপ্রিয়। এদিন জ্যোতিপ্রিয়র আইনজীবীরা ফের তাঁর শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেন। এছাড়া এই মামলায় বাকি অভিযুক্তরা জামিন পেয়ে গিয়েছেন বলেও জানান তাঁরা। সঙ্গে জানান, জ্যোতিপ্রিয়র কাছ থেকে এই মামলায় আর বিশেষ কিছু জানার নেই ইডির। এমনকী এখুনি এই মামলার বিচারপ্রক্রিয়া শুরুর সম্ভাবনাও নেই। তাই এভাবে একজন অভিযুক্তকে জেলে আটকে রাখা অনুচিত।
এদিকে জ্যোতিপ্রিয়র জামিনের আর্জি খারিজের দাবি জানান ইডির আইনজীবীরা। তাঁরা বলেন, জ্যোতিপ্রিয় অত্যন্ত প্রভাবশালী। জেল থেকে মুক্তি পেলে তিনি তথ্যপ্রমাণ লোপাট করতে পারেন। প্রভাবিত করতে পারেন সাক্ষীদের। তবে সেকথায় এদিন আর কান দেননি বিচারক। তিনি ৫০ লক্ষ টাকার ব্যক্তিগত বন্ডে জ্যোতিপ্রিয়র জামিন মঞ্জুর করেন।
প্রসঙ্গত, রেশন দুর্নীতির অভিযোগে ২০২৩ সালের ২৭ অক্টোবর গ্রেফতার হয়েছিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। গ্রেফতারির ১৪ মাস পর অবশেষে জামিন পেলেন জ্যোতিপ্রিয়। এর আগেও এই মামলায় জামিন পেয়েছিলেন বাকিবুর রহমান, শঙ্কর আঢ্যরা জামিন পেয়েছিলেন।
একটি মন্তব্য পোস্ট করুন