কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুনটি লাগে। ধীরে ধীরে সেই আগুন ফুলে ফেঁপে ওঠে। গ্রাস করে আশেপাশের একাধিক তাঁবু। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে তাঁবুগুলোকে।
মহাকুম্ভের মেলায় বিধ্বংসী অগ্নিকাণ্ড। ১৪৪ বছর পর এসেছে মহাকুম্ভের যোগ। উত্তরপ্রদেশের প্রয়াগরাজেই (Prayagraj) হয় মহাকুম্ভের মেলা। রবিবার, ১৯ জানুয়ারি বিকেলে কুম্ভমেলার প্রাঙ্গনে হঠাৎ আগুন লাগার খবর মেলে। হু-হু করে বেরোচ্ছে কালো ধোঁয়া। জ্বলছে পরপর সারি দিয়ে দাঁড়িয়ে থাকা তাঁবুগুলো। ধোঁয়ায় ছেয়ে গিয়েছে গোটা আকাশ। অগ্নিকাণ্ডের জেরে পবিত্র নগরীতে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে। আতঙ্কিত পুণ্যার্থীরা। ঘটনাস্থলে রয়েছে দমকল বাহিনী। তৎপরতার সঙ্গে চলছে আগুন নেভানোর কাজ। পুলিশ এবং দমকল বাহিনী মিলে আগুন নেভানোর কাজ চালাচ্ছেন। মহাকুম্ভ মেলার আগুন নেভাতে দমকল কর্মীদের সহায়তার জন্যে সেখানে পৌঁছেছে জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (NDRF)।
মহাকুম্ভ মেলায় ছড়াল আগুন
জানা যাচ্ছে, কুম্ভমেলার ১৯ নম্বর সেক্টরের একটি তাঁবুতে আগুনটি লাগে। ধীরে ধীরে সেই আগুন ফুলে ফেঁপে ওঠে। গ্রাস করে আশেপাশের একাধিক তাঁবু। দাউদাউ করে জ্বলতে দেখা গিয়েছে তাঁবুগুলোকে। সূত্রের খবর, তাঁবুতে থাকা রান্নার সিলিন্ডার বিস্ফোরণের জেরেই অগ্নিকাণ্ডটি ঘটেছে। আগুনের গ্রাসে প্রায় ৫০টি তাঁবু ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গিয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন