Top News

পাসপোর্ট ছাড়াই ভারত থেকে ফেরার পথে গ্রেফতার ১০

 


ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সন্ধানে জোর তল্লাশী চালাচ্ছে প্রশাসন। সূত্রের খবর, এ দেশে এখনও বৈধ কাগজ ছাড়াই অনেক বাংলাদেশি বসবাস করছেন। বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা দেখে ভারত সরকার অনুপ্রবেশকারীদের নিয়ে কড়া ব্যবস্থা নেওয়ায় ওপার বাংলার পাসপোর্টহীন মানুষরা এখন দেশে ফিরতে চাইছেন।

তাই দুই দেশের সীমান্তে চলছে কড়া নজরদারি। প্রতিদিনই সীমান্তে ধরা পড়ছেন অনুপ্রবেশকারীরা। এবার অবৈধভাবে ভারত থেকে আসার সময় সাতক্ষীরার কলারোয়া সীমান্তে মহিলা ও শিশু-সহ ১০ বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এদিন ভোরে কলারোয়ার সুলতানপুর বিওপির পোতাপাড়া এলাকা থেকে তাঁদের গ্রেফতার করা হয়। ধৃতরা হলেন সাতক্ষীরার আশাশুনি উপজেলার রাধাপুর গ্রামের হালিমা বেগম (২৬), সাতক্ষীরা সদর উপজেলার বাঁকাল এলাকার মনিরা বিবি (২৬), লক্ষ্মীপুর সদর উপজেলার রায়পুর গ্রামের রুমা আক্তার (২৫), বরিশাল সদর উপজেলার হিজলা এলাকার ময়না বেগম (২৫), মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা সদরের শারমিন বেগম (৩০)। এ ছাড়া আটক হয়েছে পাঁচজন শিশু।

এ ঘটনায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি-৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক বলেন, কলারোয়ার সুলতানপুর সীমান্ত দিয়ে একদল মানুষ বাংলাদেশে অবৈধভাবে প্রবেশ করবে, এমন সংসদের ভিত্তিতে এদিন ভোরে সুলতানপুর বিওপির পোতাপাড়ার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় ১০ জনকে আটক করা হয়। বিনা পাসপোর্টে ভারতে যাতায়াতের অভিযোগে আটক ব্যক্তিদের বিরুদ্ধে কলারোয়া থানায় মামলা দায়ের করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। ধৃত হালিমা বেগম ও মনিরা বিবি জানিয়েছেন, তাঁরা অবৈধভাবে সীমান্ত পেরিয়ে ছয় মাস আগে কাজের জন্য ভারতে যান। এদিন ভোরে তাঁরা বাংলাদেশে ফিরছিলেন। বাংলাদেশের ভেতরে ঢোকার পর বিজিবি তাঁদের আটক করেছে।

Post a Comment

নবীনতর পূর্বতন