সম্প্রতি মালদহে প্রকাশ্য দিবালোকে গুলি করে খুন করা হয় জেলা তৃণমূলের সহ-সভাপতি এবং কাউন্সিলর দুলাল সরকারকে। ইতিমধ্যেই সেই ঘটনায় ৭ জনকে গ্রেফতার করা হয়েছে। যার মধ্যে রয়েছেন ইংরেজবাজার টাউন তৃণমূলের সভাপতি নরেন্দ্রনাথ তিওয়ারিও। গতকাল সকালেই সেই তৃণমূল নেতা এবং স্বপন শর্মা নামে আরও এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ।আর এবার সেই দুই ব্যক্তিকে আদালতে তুলতেই তাদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হলো।
প্রসঙ্গত, এদিন মালদহ জেলা আদালতে তোলা হয় নরেন্দ্রনাথ তিওয়ারি এবং স্বপন শর্মাকে। আর তারপরেই পুলিশের পক্ষ থেকে তাদের হেফাজতে নেওয়ার আবেদন জানানো হয়। যার পরিপ্রেক্ষিতে আদালতের পক্ষ থেকে তিন দিন ধৃত এই দুই ব্যক্তির পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।
একটি মন্তব্য পোস্ট করুন