Top News

আর জি কর মামলা : চিকিৎসককে খুন-ধর্ষণে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা আজ

 


আজ, সোমবার দুপুর সাড়ে ১২টায় আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন-ধর্ষণে দোষী সাব্যস্ত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা করবে শিয়ালদহ আদালত। শিয়ালদহের প্রথম অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক অনির্বাণ দাস জানিয়েছেন, দোষীর বক্তব্যও এদিন শোনা হবে। দোষীকে বিচারক কী সাজা দেন, সেদিকেই নজর থাকবে সবার। সঞ্জয় রাইকে গত শনিবার মামলায় দোষী সাব্যস্ত করেন বিচারক। বিচারক তাকে জানান, সমস্ত তথ্যপ্রমাণ তার বিপক্ষে। সে দোষী। আমৃত্যু কারাদণ্ড বা ২৫ বছর জেল বা সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হতে পারে তার।

আরজি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের খুন-ধর্ষণের ঘটনা সামনে আসে ৯ আগস্ট। উত্তাল হয় বাংলা সহ দেশ। হাইকোর্ট, তদন্তভার সিবিআইয়ের হাতে তুলে দেয়। খুন-ধর্ষণের অভিযোগে যে সঞ্জয় রাইকে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সিবিআই তাকেই দোষী বলে চিহ্নিত করে চার্জশিট দেয়।

আজ শিয়ালদহ আদালতের সামনে জমায়েতের ডাক দিয়েছে আন্দোলনকারীরা। আন্দোলনকারীদের দাবি, সঞ্জয় নয়, আরও কেউ এই ঘটনায় যুক্ত রয়েছে। সাধারণ মানুষের দাবি, সঞ্জয় রায়ের ফাঁসি চাই। আম জনতার মতে, ফাঁসিই তার একমাত্র শাস্তি হতে পারে। শত চেষ্টা করেও অভয়াকে আর ফিরিয়ে আনা যাবে না। কিন্তু অপরাধীকে দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে একটা উদাহরণ তৈরি করা দরকার।


Post a Comment

নবীনতর পূর্বতন