Top News

আর জি করকাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের

 


আর জি কর কাণ্ডে ৩৫টি প্রশ্ন তুলে ফের তদন্তের আবেদন নির্যাতিতার পরিবারের। সিবিআই তদন্ত নিয়ে প্রশ্ন তুলে নতুন করে শিয়ালদা কোর্টে আবেদন।

রাতে একসঙ্গে খাওয়া দাওয়া, কিন্তু ফুড ডেলিভারি সংস্থার কাউকে জিজ্ঞাসাবাদ নয় কেন? সেই রাতে যে চারজন ডাক্তারের সঙ্গে খাওয়া দাওয়া করেছিলেন নির্যাতিতা তাদের কেন হেফাজতের নিয়ে জেরা নয়?

কোথায় খাওয়া দাওয়া হল? যে কন্টেইনারে ডেলিভারি হয় সেটা কোথায়? কেন তড়িঘড়ি সেমিনার রুম লাগোয়া অংশ ভাঙ্গা হচ্ছিল? পুলিশের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলে শিয়ালদা কোর্টে পরিবার। কোন কারণে এফ আই আর এ দেরী তা নিয়েও তদন্ত হয়নি বলে অভিযোগ পরিবারের।

অন্যদিকে, আরজিকর মামলায় একমাত্র অপরাধী সঞ্জয় রায়ের আগামী সপ্তাহে সাজা ঘোষণা হতে পারে। এরমধ্যে সঞ্জয় রায়ের সর্বোচ্চ সাজা চেয়ে আদালতে সওয়াল করেছে সিবিআই। শিয়ালদা আদালতে ফাইনাল ক্লোজিং-এ বলা হয়েছে, এটি বিরলের মধ্যে বিরলতম অপরাধ। অত্যন্ত জঘন্যভাবে কর্তব্যরত চিকিত্সককে খুনও ধর্ষণ করা হয়।ইতিমধ্যে সিবিআই ৫০জনের জবানবন্দি নেওয়া হয়েছে।

৮ অগাস্ট রাতে আরজিকরের তরুণী চিকিত্সক খুন ও নির্যাতনের শিউরেওঠা ঘটনায় ৯অগাস্ট গ্রেফতার হয় সঞ্জয় রায়।রাজ্য পুলিশই সঞ্জয় রায়কে গ্রেফতার করে।২৪ঘন্টার মধ্যে পুলিশ ধরে সঞ্জয় রায়কে।তারপর ৪মাস কেটে গেছে,সিবিআই আর দ্বিতীয় কাউকে খুঁজে পাচ্ছে না।যারজন্য চার্জশিটে সঞ্জয় রায়কেই এক ও একমাত্র দোষী বলে উল্লেখ করা হয়েছিল। এই অবস্থায় আরজিকর মেডিক্যাল কলেজে তরুণী চিকিত্সকের খুনও ধর্ষণকাণ্ডে সাজা ঘোষণা সময়ের অপেক্ষা।

Post a Comment

নবীনতর পূর্বতন