শুক্রবার প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয় পুণ্যার্থী বোঝাই পিকআপ গাড়ি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬ জন ভক্তের।
![]() |
Ghazipur Accident |
মহাকুম্ভে পুণ্যস্নান সেরে ফেরার পথে মর্মান্তিক দুর্ঘটনা। তীর্থযাত্রী বহনকারী একটি পিকআপ গাড়ির সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরে প্রাণ গিয়েছে অনেকের। আহত হয়েছেন বহু। শুক্রবার প্রয়াগরাজের (Prayagraj) ত্রিবেণী সঙ্গমে স্নান সেরে ফেরার পথে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার স্বীকার হয় পুণ্যার্থী বোঝাই পিকআপ গাড়ি। প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুসারে, দুর্ঘটনায় প্রাণ গিয়েছে ৬ জন ভক্তের। আহত হয়েছেন অনেকেই। উত্তরপ্রদেশের (Uttar Pradesh) গাজীপুরে নন্দগঞ্জ থানার কাছে কুসমি কলা এলাকায় দুর্ঘটনাটি (Ghazipur Accident) ঘটে বলে জানা যাচ্ছে। খবর পাওয়া মাত্রই পুলিশ দুর্ঘটনাস্থলে পৌঁছয়। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী হাসপাতালে। মৃতদেহগুলো ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে।
একটি মন্তব্য পোস্ট করুন