৭৬ তম প্রজাতন্ত্র দিবসে রাজভবনে চা চক্রের আসর। সেই চা চক্রে যোগ দিতে গিয়েও তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজভবনে কলকাতা পুলিশের ব্যান্ডকে ঢুকতে বাধা, আর তা নিয়েই ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর। রাজভবনের OSD-এর ওপর ক্ষোভ উগরে দেন।
এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক সময়মতো, সাড়ে চারটের আগেই রাজভবনে পৌঁছে গিয়েছিলেন।প্রজাতন্ত্র দিবসে রাজভবনের বিশেষ এই অনুষ্ঠানকে ‘At home’ অনুষ্ঠান বলা হয়। প্রত্যেক বছরই এই অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী ছাড়াও এই অনুষ্ঠানে যোগ দেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজি। মুখ্যমন্ত্রী যখন রাজভবনে আসেন, তখন কলকাতা পুলিশের ব্যান্ডকে দেখতে পান না।
রাজভবনের অনুষ্ঠানে প্রতি বছর কলকাতা পুলিশের ব্যান্ড আসে। তারাও অনুষ্ঠানে অংশ নেয়। কিন্তু এবার সেই ব্যান্ডকে মাঠে না দেখতে পেয়ে ক্ষুব্ধ হয়ে যান মুখ্যমন্ত্রী। রাজভবনে ঢোকার একাধিক গেট রয়েছে। এদিন কে কোন গেট দিয়ে ঢুকবে, তা নির্দিষ্ট করে বলা থাকে। সবটা জেনে এরপর নিজেই বাইরের দিকে বেরিয়ে যান, সঙ্গে যান স্বরাষ্ট্রসচিব, মুখ্যসচিবও। যেখানে ব্যান্ডকে আটকানো হয়েছিল, সেখানে পৌঁছে যান মুখ্যমন্ত্রী। তারপরে রাজভবনে অফিসারদের সঙ্গে কথা বলে ব্যান্ডকে নিজে ঢোকান মুখ্যমন্ত্রী।This is what happened at RajBhavan this evening- #Bengal CM #MamataBanerjee upon reaching Raj Bhavan learnt that #KolkataPolice band hasn’t been allowed to enter to perform, much like previous convention or tradition alongside bands of #IndianArmy or #SSB. She registered a… pic.twitter.com/6Y2IB5Fytg
— Tamal Saha (@Tamal0401) January 26, 2025
ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানান, কলকাতা পুলিশ এলাকাতেই এই রাজভবন। সেখানে কলকাতা পুলিশের ব্যান্ডকে কেন আটকানো হল তা নিয়ে, তা নিন্দনীয়। এদিনের অনুষ্ঠানের যাবতীয় খরচ বহন করে রাজ্য সরকার। আতিথেয়তা গ্রহণ করেন রাজ্যপাল। সেখানে দাঁড়িয়ে কেন কলকাতা পুলিশের ব্যান্ডকেই ঢুকতে দেওয়া হচ্ছে না? শেষমেশ মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে পুলিশ ব্যান্ড ভেতরে ঢোকে। মুখ্যমন্ত্রীর নির্দেশমতো ব্যান্ড বাজায়।
যদিও গোটা ঘটনা নিয়ে রাজভবন সূত্রের দাবি যে গেটে ভুল বোঝাবুঝির কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছিল। ঘটনার পরই বিষয়টি নিয়ে নিন্দা করে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
একটি মন্তব্য পোস্ট করুন