Top News

মহাকুম্ভ স্পেশাল ট্রেনে ছোঁড়া হচ্ছে ইঁট, ভাঙা হচ্ছে দরজা, দেখুন ভিডিয়ো


 প্রয়াগরাজে (Prayagraj) যাওয়ার পথে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) হারপালপুর স্টেশনে ভাঙচুর করা হল একটি ট্রেন। মহাকুম্ভ স্পেশাল (Maha Kumbh 2025) ট্রেনটি (Train) প্ল্যাটফর্মে দাঁড়াতেই, দরজা লক্ষ্য করে ইঁট, পাটকেল ছুঁড়তে শুরু করে কিছু মানুষ। ট্রেনের দরজা বন্ধ থাকায়, সেখানে জোর কদমে ইঁট ছোঁড়া শুরু হয়। ইঁট ছুঁড়ে ট্রেনের দরজা ভাঙার চেষ্টাও করা হয়। ইঁটের জোর আঘাতে প্রায় ভেঙেই যায় ট্রেনের দরজা। মহাকুম্ভ স্পেশাল ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়াতেই কেন এভাবে হামলা চালানো হল এবং কারা এর সঙ্গে জড়িত, সে বিষয়ে স্পষ্টভাবে কিছু জানা যায়নি এখনও পর্যন্ত। তবে মহাকুম্ভ স্পেশাল ট্রেনে যেভাবে হামলা চালানো হয়, সেই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হু হু করে ভাইরাল হয়ে যায়। কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, সে বিষয়ে উত্তরপ্রদেশ এবং মধ্যপ্রদেশের পুলিশ একসঙ্গে তদন্ত শুরু করেছে। পাশাপাশি ঘটনায় জড়িতদের খোঁজার কাজও চলছে।



Post a Comment

নবীনতর পূর্বতন