কলকাতার নব নালন্দা স্কুলে ভয়াবহ দুর্ঘটনা। কাচ ভেঙে আহত দুই পড়ুয়া। এই ঘটনায় এবার রিপোর্ট তলব করল শিক্ষা দফতর। রিপোর্ট তলব করল পশ্চিমবঙ্গ শিশু অধিকার সুরক্ষা আয়োগ।
সোমবার সকালে উপরের তলা থেকে আচমকা ভেঙে পড়ে কাচ। তাতে দুই পড়ুয়া জখম হয়। একজনের হাতে ও অন্যজনের মাথায় আঘাত লাগে। যে পড়ুয়ার হাতে চোট লেগেছ তাকে প্রাথমিক চিকিৎসার পর বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। অন্যজনের মাথায় চোট লাগায় হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরই তুলকালাম বাঁধে স্কুলে। স্কুল চত্বরেই বিক্ষোভ দেখাতে থাকেন অভিভাবকরা। রক্ষণাবেক্ষণে অভাবের অভিযোগ তোলেন তাঁরা।
স্কুল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, কাচ ভেঙে পড়ে জখম হন নবম শ্রেণির দুই পড়ুয়া। এক পড়ুয়াকে প্রাথমিক চিকিৎসার পরে ছেড়ে দেওয়া হলেও অন্য পড়ুয়ার আঘাত গুরুতর ছিল। তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়।
স্কুলের মধ্যে কাচ ভেঙে দুই পড়ুয়া আহত হওয়ার পরই স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন অভিভাবকেরা। সাদার্ন অ্যাভিনিউ এলাকা তপ্ত হয়ে ওঠে। স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে অসন্তোষপ্রকাশ করেন পড়ুয়াদের বাবা-মা।
প্রিন্সিপ্যাল অরিজিৎ মিত্র অভিভাবকদের আশ্বস্ত করে বলেন, "এটি একটি দুর্ঘটনা। স্কুলে রক্ষণাবেক্ষণের বিষয়ে নজর রাখা হচ্ছে। আগামী দিনেও রাখা হবে। ক্ষোভ নিরসনে মঙ্গলবার স্কুল কর্তৃপক্ষ বৈঠক ডেকেছেন।
একটি মন্তব্য পোস্ট করুন