Top News

পেট কাটা আতঙ্কপুরী...বেঁচে থাকতে আফগানিস্তানের মহিলাদের দিয়ে কী করানো হচ্ছে দেখুন

 


আফগানিস্তান (Afghanistan) থেকে এমন একটি খবর এবার প্রকাশ্যে এল যা শুনলে কার্যত আতঙ্কে আঁতকে উঠবেন আপনি। তালিবানের হাতে আফগানিস্তানের দখল যাওয়ার পর থেকে ভয়াবহ সব খবর সামনে আসতে শুরু করে। তার মধ্যে অন্যতম এবারের ঘটনা। রিপোর্টে প্রকাশ, আফগানিস্তানে নিজেদের কিডনি বিক্রি করছেন মহিলারা।

এক বা দুজন নন, বহু আফগান মহিলা (Afghan Women) বেঁচে থাকার জন্য নিজেদের কিডনি (Kidney) বিক্রি করছেন। অর্থের জন্য হাপিত্যেশ করে বসে থাকা মহিলারা নিজেদের কিডনি বিক্রি করছেন। সংসার চালাতে, নিজের সন্তানকে খাইয়ে বাঁচিয়ে রাখতে এই ধরনের কাজ তাঁদের অনেকেরই করতে হচ্ছে বলে খবর। দ্বিতীয় দফায় তালিবান ক্ষমতায় আসার পর আফগানিস্তানের ছবি পালটে যাবে বলে তারা দাবি করে।

তবে এবার যে আফগানিস্তানের ছবি আরও খারাপ হচ্ছে,তা কার্যত স্পষ্ট। আফগান মহিলাদের সংসার চালাতে স্বাস্থ্য়ের ঝুঁকি নিয়ে গণহারে কিডনি বিক্রি করছেন বলে খবর। বেঁচে থাকার জন্য আফগান মহিলাদের এই ধরনের সিদ্ধান্ত নিতে বাধ্য করা হচ্ছে বলে খবর।


জানা যাচ্ছে, আফগানিস্তানের বহু মহিলাকে বাধ্য করা হচ্ছে নিজের সন্তানকে বিক্রির জন্য।

সন্তান বিক্রি করলে মোটা টাকা রোজগার হবে, যা দিয়ে তাদের অর্থকষ্ট প্রশমন হবে। এই শর্তে টাকার লোভ দেখিয়ে বহু আফগান মহিলাকে বাধ্য করা হচ্ছে সন্তান বিক্রির জন্য। তালিবান রাজত্বে এমন ছবি প্রকাশ্যে আসার পর থেকেই তা নিয়ে চাঞ্চল্য শুরু হয়। আপগানিস্তানের পরিস্থিতি যে ক্রমশ খারাপ হচ্ছে, তা কার্যত স্পষ্ট।

Post a Comment

নবীনতর পূর্বতন