Top News

দীর্ঘ দিনের লড়াই মুখ্যমন্ত্রীর, অবশেষে মান্যতা কেন্দ্রের

 


শেষ পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদেই সুফল পেল বাংলা, সুফল পেল গোটা দেশ। জিএসটি সহ বিভিন্ন কেন্দ্রীয় কর রাজ্যগুলি থেকে আদায় করেও রাজ্যকে যথাযথ প্রাপ্য দিচ্ছেনা কেন্দ্রীয় সরকার। ‌ উল্টে রাজ্যের টাকা কেটে নেওয়া হচ্ছে কর বাবদ প্রাপ্য বকেয়া দেওয়ার ক্ষেত্রে।

বিষয়টি নিয়ে একাধিকবার সরব হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সরাসরি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কে চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌

পাশাপাশি ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিদের কাছেও বিষয়টি নিয়ে তথ্য আকারে জানিয়েছিলেন। ‌ প্রাথমিকভাবে ষোড়শ অর্থ কমিশনের প্রতিনিধিরা জানিয়েছিলেন, এটি সম্পূর্ণ কেন্দ্র এবং রাজ্যের আভ্যন্তরীণ বিষয়। ‌ এটা অর্থ কমিশনের বিষয় নয়। তবুও বাংলার মুখ্যমন্ত্রী বিষয়টি নিয়ে দৃষ্টি আকর্ষণ করেছেন, তাই কেন্দ্রকে সেই তথ্য তুলে দেবেন বলে নবান্নের বৈঠকে আশ্বাস দিয়েছিলেন। এখানেই শেষ নয়।

এরপর বিভিন্ন জনসভায় এবং সরকারি মঞ্চ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য গুলির প্রাপ্য বকেয়া সম্পর্কিত বিষয় নিয়ে কেন্দ্রের বঞ্চনা নিয়ে সওয়াল করেছেন। গত বছরের ডিসেম্বর মাসে ৮৯,০৮৬ কোটি টাকা কেন্দ্রীয় সরকার যে বরাদ্দ করেছিল রাজ্যের প্রাপ্য হিসাবে। কিন্তু সম্প্রতি কেন্দ্রের পক্ষ থেকে প্রত্যেকটা রাজ্য সরকারকে জানানো হয়েছে, এই বরাদ্দ বাড়িয়ে ১,৭১,০৩০ কোটি টাকা করা হয়েছে। যার মধ্যে পশ্চিমবঙ্গ সরকার পাচ্ছে ১৩০১৭.০৬ কোটি টাকা। স্বাভাবিকভাবে কেন্দ্রের ইউটার্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিবাদের ফসল হিসাবে মনে করছে রাজনৈতিক মহল। কেন্দ্রের রিপোর্ট অনুসারে রাজ্যওয়ারি। কর বাবদ রাজ্যগুলি যে অর্থ পেয়েছে তার হিসাব গুলি হল _


রাজ্য - প্রাপ্য অর্থ


অন্ধ্রপ্রদেশ : ৭০০২.৫২ কোটি

অরুনাচল প্রদেশ : ৩০৪০.১৪ কোটি

আসাম : ৫৪১২.৩৮ কোটি

বিহার : ১৭৪০৩.৩৬ কোটি

ছত্তিশগড় : ৫৮৯৫.১৩ কোটি

গোয়া: ৬৬৭.৯১ কোটি

গুজরাট : ৬০১৭.৯৯ কোটি

হরিয়ানা : ১৮৯১.২২ কোটি

হিমাচল প্রদেশ : ১৪৩৬.১৬ কোটি

ঝাড়খন্ড : ৫৭২২.১০ কোটি

কর্ণাটক : ৬৩১০.৪০ কোটি

কেরালা : ৩৩৩০.৮৩ কোটি

মধ্যপ্রদেশ : ১৩৫৮২.৮৬ কোটি

মহারাষ্ট্র : ১০৯৩০.৩১ কোটি

মনিপুর : ১২৩৮.৯০ কোটি

মেঘালয় : ১৩২৭.১৩ কোটি

মিজোরাম : ৮৬৫.১৫ কোটি

নাগাল্যান্ড : ৯৮৪.৫৪ কোটি

ওড়িশা : ৭৮৩৪.৮০ কোটি

পাঞ্জাব : ৩১২৬.৬৫ কোটি

রাজস্থান : ১০৪২৬.৭৮ কোটি

সিকিম : ৬৭১.৩৫ কোটি

তামিলনাড়ু : ৭০৫৭.৮৯ কোটি

তেলঙ্গনা : ৩৬৩৭.০৯ কোটি

ত্রিপুরা : ১২২৫.০৪ কোটি

উত্তরপ্রদেশ : ৩১০৩৯.৮৪ কোটি

উত্তরাখণ্ড : ১৯৩৪.৪৭ কোটি

পশ্চিমবঙ্গ : ১৩০১৭.০৬ কোটি

কর বাবদ প্রাপ্য অর্থে সব থেকে বেশি পেয়েছে উত্তর প্রদেশ। ৩১০৩৯.৮৪ কোটি টাকা পেয়েছে কেন্দ্রীয় সরকারের থেকে। পশ্চিমবঙ্গ থেকে বিহারের প্রাপ্য বেশি হয়েছে। ১৭৪০৩.৩৬ কোটি টাকা পেয়েছে বিহার। এরপরে রয়েছে মধ্যপ্রদেশ। ১৩৫৮২.৮৬ কোটি টাকা। তারপরের স্থানে রয়েছে পশ্চিমবঙ্গ। ১৩০১৭.০৬ কোটি টাকা কেন্দ্রীয় কর বাবদ পেয়েছে নবান্ন। একাধিকবার প্রতিবাদ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‌ কেন্দ্রীয় করে টাকা পাওয়া যাচ্ছে না। শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার করে প্রাপ্য টাকা ছেড়েছে। তার অংশ হিসাবে পশ্চিমবঙ্গ প্রাপ্য অর্থ পাবে তা ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছে নবান্ন কে।

Post a Comment

নবীনতর পূর্বতন