Top News

Singer Shaan: সঙ্গীতশিল্পী শানের বাড়িতে আগুন, ঘটনাস্থলে বিশাল দমকল বাহিনী



 সঙ্গীতশিল্পী শানের(Singer Shaan) বাড়িতে(House) আগুন(Fire)। সোমবার ভোররাতে আচমকাই আগুন লাগে বিখ্যাত সঙ্গীতশিল্পীর মুম্বইয়ের (Mumbai)বাড়িতে। বাড়ির জানালা দিয়ে ঘন কালো ধোঁয়া বের হতে দেখা যায়। খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনী। আগুন নেভানোর চেষ্টা চলছে।

কীভাবে আগুন লাগল, ক্ষয়ক্ষতির পরিমাণই বা কত তা এখনও পর্যন্ত জানা যায়নি। সঙ্গীতশিল্পী শানের বাড়িতে আগুন, দেখুন ভিডিয়ো


Post a Comment

নবীনতর পূর্বতন