পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র।
শনিবার নয়া দিল্লির নিগমবোধ ঘাটে ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের শেষকৃত্য সম্পন্ন হয়েছে। পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় বিদায় জানানো হয়েছে প্রাক্তন প্রধানমন্ত্রীকে। মনমোহন সিংকে শ্রদ্ধা জানাতে ২৬ ডিসেম্বর বৃহস্পতিবার থেকে ১ জানুয়ারি বুধবার পর্যন্ত দেশে জাতীয় শোক ঘোষণা করেছে কেন্দ্র। অর্থাৎ এই সময়সীমায় দেশের সমস্ত জায়গায় জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। এছাড়াও সরকারি স্তরে কোন বিনোদনমূলক অনুষ্ঠান হবে না। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রীকে সম্মান জানিয়ে বড় সিদ্ধান্ত নিল মরিশাস (Mauritius) প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী দফতর থেকে সিদ্ধান্ত ঘোষণা করে জানানো হয়েছে, মনমোহনের শেষকৃত্যের দিন অর্থাৎ ২৮ ডিসেম্বর শনিবার দেশের সমস্ত সরকারি ভবনে জাতীয় পতাকা সূর্যাস্ত পর্যন্ত অর্ধনমিত রাখা হবে। একই পথে হাঁটল সিঙ্গাপুরও (Singapore)।
একটি মন্তব্য পোস্ট করুন