‘পশ্চিমবঙ্গকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে সহায়তা করেছে পুলিশ’- আজ রবিবার নিজের নির্বাচনী ক্ষেত্র পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । পাশাপাশি তিনি অভিযোগ করেন যে শেখ শাহজাহানের মত তৃণমূল কংগ্রেসের নেতারা বাংলাদেশি ও রোহিঙ্গা অনুপ্রবেশকারীদের ভুয়ো পরিচয়পত্র তৈরি করে দিচ্ছে । আর এতে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির মদত আছে ।
আজ নন্দীগ্রামের মনোহরপুর ১০৮ নম্বর বুথে গ্রামবাসী ও দলীয় কার্যকর্তাদের সাথে বসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর “মন কি বাত” অনুষ্ঠান শোনার পর সাংবাদিকদের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী । রাজ্যে ভুয়ো পাসপোর্ট ও পরিচয়পত্র নিয়ে এরাজ্যে বসবাস করা একের পর এক বাংলাদেশি জঙ্গি ধরা পড়ায় তিনি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে তুলোধুনো করেন ৷ শুভেন্দু অধিকারী বলেন,’গোটা রাজ্য টাকে রোহিঙ্গা মুসলমান জঙ্গিদের হাতে ছেড়ে দিয়েছেন মমতা ব্যানার্জি এবং তাকে এই কাজে সাহায্য করছে আমার আপনার ট্যাক্সের টাকায় বেতন পাওয়া পুলিশ ।’ এরাজ্যে পাসপোর্ট জালিয়াতির ঘটনায় তিনি বলেন, ‘কলকাতার কসবাতে যে পাসপোর্টের অফিস আছে, সেখানে গেলে দেখতে পাবেন কিভাবে বাংলাদেশী মুসলমানরা, সমস্ত নথি জাল করছে । আর এর এপিসেন্টার হচ্ছে তৃণমূলের পঞ্চায়েত ও পৌরসভা । কারণ তারা রেসিডেন্সিয়াল সার্টিফিকেট দিচ্ছে বলে পাসপোর্ট গুলো তৈরি হচ্ছে। পুলিশ ভেরিফিকেশন দিচ্ছে টাকা দিয়ে । অতএব এর জন্য দায়ী মমতা ব্যানার্জি ।’
শুভেন্দু অধিকারী রাজ্যবাসীর কাছে আহ্বান জানান,’আমি বাংলার মানুষকে বলবো আপনারা ২০২৬ সালে এই সরকারকে বিসর্জন দিন । ব্লিচিং, ফিনাইল, কার্বলিক অ্যাসিডসহ আরো কিছু লাগলে সব কিছু স্প্রে করে আমরা যেমন বিষাক্ত গাছ পার্থেনিয়াম নির্মূল করেছি ঠিক তেমনি জঙ্গিবাদ, মৌলবাদ, বাংলাদেশের মুসলমানদেরকে কিভাবে সাফ করতে হয় আমরা দেখে নেব । ভূয়ো আধার কার্ড, ভুয়ো এপিক কার্ড, ভূয়ো পাসপোর্ট, একদম পরিষ্কার করে দেবো আমরা । আমরা কমিটেড, যোগী আদিত্যনাথজির মত সুশাসন এবং সুরক্ষা, গুজরাটের মতো শিল্প আর কর্মসংস্থান দেব ।’
একটি মন্তব্য পোস্ট করুন