মাঝে মাত্র কয়েকটা দিন, তার পর শুরু হতে চলেছে নতুন বছর। তারই প্রস্তুতিতে ব্যস্ত শহর-নগর থেকে গোটা বিশ্ব। এমন পরিস্থিতিতে অল ইন্ডিয়া মুসলিম জামাতের মুখপাত্র মৌলানা সাহাব্বুদ্দিন বারেল্দি নববর্ষ উদযাপনের শুভেচ্ছাবার্তা ও অনুষ্ঠানকে অবৈধ দাবি করে এক ফতোয়া জারি করেছেন।
সেখানে বলা হয়েছে, দু'দিন পর জানুয়ারি থেকে নতুন বছর শুরু হতে চলেছে। এই উপলক্ষে মুসলিম তরুণ ছেলে-মেয়েরা একে অপরকে শুভেচ্ছাবার্তা ও অনেক অনুষ্ঠানের আয়োজন করবে। কিন্তু ইংরাজি নতুন বছরের রীতি খ্রিস্টান ধর্মের নিজস্ব। আর এক ধর্মের মানুষ যদি অন্য ধর্মের রীতি মেনে চলে তাহলে তা অবৈধ। সেকারণে মুসলিমদের এই রীতি অবলম্বন করতে মানা করে সংগঠনের তরফ থেকে জারি করা হয়েছে ফতোয়া।
একটি মন্তব্য পোস্ট করুন