গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রাণ বাঁচিয়ে ভারতে পালিয়ে আসার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের ওপর অবর্ণনীয় অত্যাচার শুরু করেছে সংখ্যাগুরু মুসলিমরা । সরকার গঠনের পর প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস হিন্দুদের সুরক্ষার আশ্বাস দিলেও অত্যাচারের মাত্রা বহুগুণ বেড়ে গেছে । ইসকনের সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে জেলে ঢোকানোর পর থেকেই প্রতিবাদে সড়ক হয়েছে বাংলাদেশের হিন্দুরা । আর তাদের মুখ বন্ধ করার জন্য কাতার ভিত্তিক হিজবুত, জামাত ইসলামী, বাংলাদেশ ন্যাশনাল পার্টি বা বিএনপি প্রতি ইসলামিক জঙ্গি সংগঠনগুলো মিলিতভাবে হিন্দুদের উপর হামলা চালিয়ে যাচ্ছে । ওই সন্ত্রাসী গোষ্ঠীগুলির সঙ্গে যোগ দিয়েছে বাংলাদেশের পুলিশ ও সেনাবাহিনী । ফলে কার্যত মৃত্যু কূপের মধ্যে রয়েছে বাংলাদেশের হিন্দুরা । ভারতে বিজেপি এবং বিভিন্ন হিন্দুত্ববাদী দলগুলি বাংলাদেশী হিন্দুদের উপর নিপীড়নের তীব্র প্রতিবাদ জানাচ্ছি । দাবি উঠছে যে বাংলাদেশের সঙ্গে আমদানি রপ্তানি বন্ধ করে দেওয়া হোক । বন্ধ করে দেওয়া হোক চিকিৎসা ভিসাও । বর্তমানে গোটা ভারতের হিন্দুরা বাংলাদেশের মুসলিমদের উপর চরম ক্ষিপ্ত হয়ে আছে। উত্তরবঙ্গের শিলিগুড়ির সনাতনীরা অভিনব প্রতিবাদ শুরু করেছে । শিলিগুড়ি শহরের প্রায় প্রতিটি দেয়াল সাঁটিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের ছবি দেওয়া একটা করে পোস্টার । সেই পোস্টারে লেখা আছে, ‘এই ছবিতে থুতু ফেলুন । আমার মুখে জুতো মারুন। বাংলাদেশী মহম্মদ ইউনুস ।’
এই পোস্টারই প্রমাণ যে বাংলাদেশের বর্তমান সরকারের ওপর ঠিক কতটা পরিমাণে ক্ষুব্ধ ভারতীয় হিন্দুরা । ইতিমধ্যেই বনগাঁর পেট্রোপলে গিয়ে বাংলাদেশমুখি পন্য বোঝাই গাড়ি আটকে দিয়ে এসেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী । আজও বাংলাদেশের পণ্য সরবরাহ বন্ধ ছিল বলে জানা গেছে । আজ কলকাতাতে শুভেন্দু অধিকারী বলেছেন পরশুদিন তিনি ঘোষণা করবেন পেট্রোপলে কতদিন পণ্য সরবরাহ বন্ধ করে রাখা হবে । পাশাপাশি বাংলাদেশি মুসলিমদের চিকিৎসা পরিষেবা দেওয়া বন্ধ করার আহ্বান জানান তিনি ।।
#WATCH | West Bengal: Posters with the photo of Muhammad Yunus, chief adviser to the interim Bangladesh government, and the words "spit on my picture and beat me with shoes" seen on the road in front of Siliguri Municipal Corporation and a few educational institutions. This comes… pic.twitter.com/Rf5br8rLDm
— ANI (@ANI) December 3, 2024
একটি মন্তব্য পোস্ট করুন