নিখোঁজের ৪২ ঘণ্টা পর কাপ্তাইয়ের কর্ণফুলী নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহের সন্ধান পাওয়া গেল।
![]() |
কর্ণফুলী নদী থেকে দুই শিক্ষার্থীর মরদেহ তুলে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। |
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) সকালে উপজেলার চিৎমরম ইউনিয়নের কর্ণফুলী নদীর সীতার ঘাট অংশে সেই প্রিয়ন্ত দাশ (১৬) ও শাওন দত্ত (১৭) এর মরদেহ ভেসে উঠে।
আর আগে একই স্থানেই তারা মঙ্গলবার (২৪ ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে গোসল করতে নেমে নদীতে ডুবে যায়।
শাওন চট্টগ্রাম নগরের সদরঘাট নালাপাড়ার জিদান দত্তের ছেলে। সে রেলওয়ে পাবলিক স্কুলের নবম শ্রেণির ছাত্র ছিল। নিখোঁজ আরেকজন হলো প্রিয়ন্ত দাশ। সে শাওনের খালাতো ভাই।
কাপ্তাইয়ের ওয়াগ্গা ইউপি সদস্য মো. সরোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত মঙ্গলবার চট্টগ্রাম শহর থেকে আসা ৯ জনের একটি পর্যটক দল কাপ্তাইয়ের কর্ণফুলী নদীর সীতার ঘাটে বোট নিয়ে আসে। পরে দুপুরে তাদের মধ্যে থেকে ৩ জন নদীতে গোসল করতে নামে। এক পর্যায়ে দুই পর্যটক প্রিয়ন্ত দাশ ও শাওন দত্ত নদীতে ডুবে নিখোঁজ হয়। তাদের মরদেহ সকাল সাড়ে সাতটার পর একই স্থানে ভেসে উঠে।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার জিসান বিন মাজেদ বলেন, নদীতে ডুবে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহের খোঁজ মিলেছে। ফায়ার সার্ভিস ও থানায় খবর দেয়া হয়। তারা মরদেহ উদ্ধার করে পুলিশকে হস্তান্তর করেছে।
চন্দ্রঘোনা থানার ওসি মুহাম্মদ শাহজাহান কামাল জানান, মরদেহের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এনে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
(এই প্রতিবেদনটি নিউজ ফিড থেকে প্রকাশিত। শিরোনাম ব্যতীত বিষয়বস্তুটি নিউজট্যাপবাংলার লেখা বা সম্পাদনা করা হয়নি)
একটি মন্তব্য পোস্ট করুন