Top News

গোলাপি বল এর ম্যাচে কি অধিনায়ক রোহিত রান এ ফিরবেন ?






পার্থ টেস্ট জিতে খোশমেজাজে রয়েছে ভারতীয় দল | অধিনায়ক রোহিত শর্মা ও যোগদান করেছেন ভারতীয় দল এর সঙ্গে | এডিলেড দিন  রাতের টেস্টে অধিনায়কত্ব করবেন তিনি | শোনা যাচ্ছে দলে বেশ কয়েকটা পরিবর্তন আস্তে চলেছে | আগের ম্যাচে ধ্রুব জুৱেল এবং দেবদূত পদ্দিকাল সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি | শোনা যাচ্ছে ওপেনিং জুটিতে নাকি জয়স্বল্ এর সাথে রাহুল ওপেন করতে পারে। পার্থ টেস্ট এর দ্বিতীয় ইনিংসে তারা ২০১ রানের ওপেনিং জুটি করে রেকর্ড করেছে। তিন নম্বর এ নামতে পারেন রোহিত আর যদি রোহিত জয়সোয়াইল এর সাথে ওপেন করেন তাহলে রাহুল তিন নম্বর এ নেমে আসতে পারে। ধ্রুব জুয়েল যদি বাদ পরে তাহলে সার্ফাররাজ খান দলে আসতে পারেন বলে শোনা যাচ্ছে। তবে অশ্বিন জাদেজা জুটি কি এডিলেড টেস্ট এ খেলবেন কিনা সেটা এখনো জানা যায়নি। 


এর আগে নিউজিলান্ড এর সাথে অধিনায়ক রোহিত শর্মা রান পাননি। সেই সিরিজ এ রান পাননি বিরাট কোহলিও। তবে বিরাট রান এ ফিরেছেন পার্থ টেস্ট এ ৮১ তম সেঞ্চুরি করার পর। এবার দেখা অধিনায়ক রোহিত রান পান কিনা। 

                      


এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে গোলাপি বলের ম্যাচে ৩৬ অল আউট ভারতীয় ক্রিকেট প্রেমীদের এখনো কাঁদায়। যদিও সেই সিরিজ ভারত জিতে ফিরেছিল। এবার দেখার এই গোলাপি বল এর ম্যাচটি আমরা জিততে পারি কিনা।  


Post a Comment

নবীনতর পূর্বতন