বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবারের জন্যে ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি।
ওড়িশার কোরাপুট জেলায় দুর্ঘটনার কবলে যাত্রী বোঝাই বাস। বোইপারিগুড়া পুলিশ সীমার অধীনে শকুন্তলা ঘাটে তীর্থযাত্রী বহনকারী একটি বাস উলটে পড়ল খাদে। বাস দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৪। আহত হন কমপক্ষে ৩০ জন। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। আনা হল উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে নিকটবর্তী সরকারি হাসপাতালে।সূত্রের খবর, ভোর সাড়ে ৫টার দিকে দুর্ঘটনাটি ঘটে। বিএসএফ ও পুলিশ সদস্যরা আহত যাত্রীদের উদ্ধার করে বোইপারিগুড়া কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হওয়ায় আশঙ্কাজনকদের জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
সূত্র জানায়, আগের দিন তীর্থযাত্রীরা একটি বাস ভাড়া করে কালাহান্ডির মানিকেশ্বরী মন্দিরে গিয়েছিলেন। বাস দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি। মৃতদের পরিবারের জন্যে ক্ষতিপূরণের ঘোষণাও করেন তিনি। জানিয়েছেন, প্রত্যেক নিহতের পরিবারকে ২ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ।
একটি মন্তব্য পোস্ট করুন